অনবরত ঘৃণা, বিষণ্ন মনে রাশমিকার জবাব

কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা ইস্যুতে সমালোচনার শিকার হতে হয় সব তারকাদের। কখন ও কখন ও সেই নিন্দা মাত্রা ছাড়ায় অনেক ।তখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারকাদের ও। এমনটাই ঘটেছে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও। ক্রমাগত ঘৃণা পেতে পেতে তিনি অতিষ্ঠ হয়ে গেছেন এখন । কষ্ট চেপে রাখতে না পেরে তাই মুখ খুলে বলেই ফেললেন কিছু কথা সবার উদ্দেশ্যে ।

image

নিজের ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট দিয়েছেন রাশমিকা। সেখানে জানিয়েছেন, কোন ও কারণ ছাড়াই বহু মানুষ তাকে ঘৃণা করছেন , তাকে নিয়ে হাসাহাসি -ট্রল করছেন কেন ।

রাশমিকা বলেছেন, ‘বেশ কয়েক দিন, মাস কিংবা বছর ধরে কিছু বিষয় আমাকে খুব বেশি বিচলিত করে তুলছে। এখন মনে হচ্ছে, আমাকে বিষয়টার সমাধান করতেই হবেএখন ।

এখন আমি শুধুই আমার নিজের কথা বলবো , এই কথা গুলো হয়তো আর ও আগে আমার বলে দেওয়া উচিৎ ছিলো আমার । ক্যারিয়ার শুরুর সময় থেকেই আমি প্রচুর ঘৃণার সম্মুখীন হচ্ছি আমি । আক্ষরিক অর্থেই নিজেকে পাঞ্চিং ব্যাগ মনে হচ্ছে আমার ।’
দুঃখ ভরা মনের কথা প্রকাশ করে রাশমিকা লিখেছেন , ‘জানি, আমি সবার মনের মতো নই। সবাই আমাকে পছন্দ করবেন , এমনটা ও আশা করি না আমি ।

image

তার মানে এটা না যে, আপনি আমাকে গ্রহণ করেন না বলে আমাকে নিয়ে নেতিবাচকতা ছড়াবেন আপনারা ।’
নিজের চেষ্টার কথা জানিয়ে আরো বলেন রাশমিকা , ‘সবাইকে খুশি করার জন্য কী ধরনের কাজ করি, সেটা শুধু আমি জানি। আমার কাজ থেকে যে আপনি আনন্দ পান, সেটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দেই সব সময় ।

নিজেকে এবং আপনাদের গর্বিত অনুভব করানোর জন্য আমি সত্যিই আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সব সময় । এটা হৃদয় বিদারক এবং স্পষ্টত হতাশাজনক, যখন আমাকে নেট দুনিয়ায় উপহাস করা হয় এবং এমন কথার জন্য করা হয়, যা আমি বলিনি কখনো ।’

এই ফাঁকে বলে রাখা প্রয়োজন, রাশমিকা সম্প্রতি সমালোচনার শিকার হচ্ছেন যেই একটি কথার জন্য। বিমানবন্দরে তার কাছে পাপারাজ্জিরা জানতে চান, সময়ের আলোচিত কন্নড় সিনেমা ‘ কানতারা ’ দেখেছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেছেন, ‘না’।

রাশমিকা নিজে ও কন্নড় সিনেমা দিয়ে সিনেমায় এসেছেন। সেই ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমাটি তিনি দেখেননি , এটা নিয়েই সমালোচকরা মেতে উঠেছেন।

এই কোথায় তাকে অনবরত ট্রল করে যাচ্ছে। তবে রাশমিকার মতে , বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এখানে । যা তার নিজের এবং পেশাগত সম্পর্ক গুলোর জন্য খুবই ক্ষতিকর।

কাজের জন্য সমালোচনা মাথা পেতে নিতেও রাজি রাশমিকা। তবে অকারণ ঘৃণা তিনি কল্পনা ও করতে পারেন না। তার ভাষ্য, ‘আমি গঠনমূলক সমালোচনা স্বাগত জানাই , যেটা আমাকে সামনের দিকে এগিয়ে

যেতে এবং ভালো কিছু করতে সাহায্য করবে সব সময় । কিন্তু এই ভয়ানক নেতিবাচকতা এবং ঘৃণা আমার জন্য কেন? অনেক দিন ধরেই আমাকে বলা হচ্ছিল, এসবকে এড়িয়ে যেতে। কিন্তু এটা দিনদিন আর ও খারাপের দিকে যাচ্ছে।’

ভক্তদের ভালোবাসার কথা ও স্বীকার করেন রাশমিকা। বললেন, ‘এ পর্যন্ত যতটা ভালোবাসা পেয়েছি, তা আমি বুঝতে পারি এবং স্বীকার করি সবসময় । আপনাদের নিরন্তর ভালোবাসা এবং সমর্থনই আমাকে এগিয়ে দিয়েছে সামনের দিকে এবং সাহস জুগিয়েছে এসব বলার জন্য।

image

আমার চারপাশের মানুষদের আমি শুধু ভালোবাসা দিতে পারি । আপনাদের জন্য আমি কঠিন পরিশ্রম করবো আরো । কারণ যেমনটা আমি বলেছি, আপনাদের খুশি করা মানেই আমি নিজে খুশি।’

সবশেষে নেটিজেনদের প্রতি আহ্বান জানিয়ে রাশমিকা বলেন, ‘সবাই সদয় হোন আমার প্রতি । আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি সবসময় ।’

প্রসঙ্গত, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘গুডবাই’ সিনেমাতে। এটি গত ৭ অক্টোবর মুক্তি পেয়ে ছিল । বিকাশ বহেল পরিচালিত সিনেমাটিতে রাশমিকা স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তের মতো কিংব দন্তির সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *