আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বেগম শেখ হাসিনা বলেছেন , ‘ইনশা আল্লাহ, আগামীতেও আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবেই । আমরা অনেক কাজ করেছি দেশের জন্য । এই কাজের সুফল জনগণ পাচ্ছে এবং জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে আমার বিশ্বাস । আর তার কোনও বিকল্প নেই।’
শনিবার ( ১৪ জানুয়ারি ) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ , উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভায় এসব বলেন প্রধানমন্ত্রী । আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়ছে ।
যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে কথা বলেন বেগম শেখ হাসিনা। তিনি নেতাদের বলেন , ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে তারা । কিন্তু ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে ২৯ আসন পেয়েছিল তারা ।’
আওয়ামী লীগ সভাপতি সমাপনী বক্তেব্য বলেন , ‘বিএনপি প্রতিষ্ঠার পর থেকে অত্যাচার – নির্যাতন চালিয়েছে । আর সব সময় সেটার শিকার হয়েছি আমরা (আওয়ামী লীগ )। তাদের ছাড় দেওয়ার কোন ও সুযোগ নেই আর।’
বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি আরো বলেন , ‘নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোন ও বাধা দেওয়া হবে না বিএমপিকে । কিন্তু তারা অতীতের মতো অগ্নিসন্ত্রাস , জ্বালাও – পোড়াও করে , তাহলে কিন্তু কঠোরভাবে জবাব দেওয়া হবে তাদের ।’
বাংলাদেশ জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা- কর্মীদের সব দ্বন্দ্ব -কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে জনসভানেত্রী বলেন , ‘দ্বন্দ্ব ভুলে যেতে হবে আমাদের । ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে সকলকে ।’
এদিকে দলের তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দরা। একই সঙ্গে তারা আরো বলেন দলের কেন্দ্রীয় নেতাদের আর ও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান , যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের মধ্য কেউ এখনো বক্তব্য রাখেননি। জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রায় ২০ জন সদস্য কথা বলেন তারা ।
বৈঠকে তারা বলেছেন , ‘২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবিলা ও সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করতে হবে তাদের । তারা দলকে ঐক্যবদ্ধ করতে দলীয় সভাপতির নির্দেশনা চান বলে জানান । পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের আরও বেশি সক্রিয় হওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী ।’
সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বেগম শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার নির্দেশনা ও দিয়েছেন ।
এর আগেই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন , ‘লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বলে তার দাবি । তা মোকাবিলায় দূতাবাস গুলোকে আর ও বেশি সক্রিয় হতে হবে বলে জানান ।’ জবাবে শেখ হাসিনা বলেন , ‘এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে জবাব দিতে হবে আমাদের ।’
বৈঠকে দলীয় সভাপতি বেগম শেখ হাসিনাকে খুবই আত্মবিশ্বাসী মনে হয়েছে বলে নেতাকর্মীরা দাবি করেন। তারা বলেন , ‘নেত্রী আমাদেরকে বলেছেন , ইনশা আল্লাহ আগামীতে আওয়ামী লীগ আবার ও ক্ষমতায় আসবে । প্রধানমন্ত্রী বলেন , আমরা অনেক কাজ করেছি দেশের জন্য । এই কাজের সুফল জনগণ পাচ্ছে এবং জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে আমার বিশ্বাস । আর তার কোনও বিকল্প নেই। ’
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলে নেতাদের জানান দলটির সভাপতি বেগম শেখ হাসিনা। তিনি নেতাদের এসব অপপ্রচারের তথ্যভিত্তিক জবাব তুলে ধরার জন্য নির্দেশনাও দেন ।
আওয়ামী লীগের জাতীয় কমিটি নেতাদের জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন বেগম শেখ হাসিনা । একই সঙ্গে তাদের বিভিন্ন কেন্দ্রীয় কমিটিসহ প্রয়োজনে দলীয় সভাপতির কাছে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা ও দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ।