আপনি পারবেন,আপনাকে পারতেই হবে….

আপনি পারবেন,আপনাকে পারতেই হবে….

বেশ কয়েক বছর আগের কথা। আমি তখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়াই। মার্কেটিং রিসার্চ কোর্স পড়ানোর সময় লক্ষ কির ….এক ছাত্রী ক্লাসে অন্যমনস্ক।

প্রথম যে পরীক্ষা নিলাম, সে তাতে খারাপ করল। আমি বুঝতে পারছিলাম তার সমস্যা। কারণ, কথায় কথায় আমির অন্যসব কোর্স এর রেজাল্ট জেনেছি।

মনে হলো মার্কেটিং রিসার্চ কোর্স তার ভালো লাগছে না। পরিসংখ্যানের তত্ত্ব, এনোভা, এনকোভা ইত্যাদি বিশ্লেষণ সে ঠিক বুঝে উঠতে পারছে না।

সে ক্লাসে Participate করতেও পারছে না। Student Consulting- সময় আমি তার সঙ্গে কথা বলি। সে বলল, ‘আমার দ্বারা এই কোর্স হবে না স্যার।

কোর্স ড্রপ করার সময়ও চলে গেছে। এখন Withdraw করতে হবে।’ আমি বললাম, ‘No,try and take the challenge. I will help you.’  আমি ক্লাসে মাঝে মাঝেই মেয়েটি যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টের কিছু টপিক নিয়ে আলোচনা করি।

ইচ্ছা করেই এ কাজটি করি। যেমন, Consumer Behaviour, Marketing Management,Services Marketing. এবার মেয়েটি বেশি উৎসাহ নিয়ে ক্লাসে পারটিসিপেট করতে লাগল। আমিও Student Consulting – এর সময় তাকে Extra Coaching দিই।

তার আত্মবিশ্বাস বেড়ে গেল। সে পরের পরীক্ষাগুলোতে ভালো করল। আমি লিখেছি- কোনো কিছু করতে গিয়ে ব্যর্থ হলে,‘আমাকে দিয়ে কিচ্ছু হবে না’ কথাটি না ভেবে যে কাজে তুমি ভালো , সেটি করে আবার ব্যর্থ কাজটি ট্রাই করো।

আত্মবিশ্বাস খুজেঁ পাবে। এ কথার বাস্তব প্রমাণ দিলাম আমার শিক্ষকতার এই অভিজ্ঞতা থেকে।

আমাদের নতুন নতুন আপডেট আমাদের ওয়েব সাইট সাথে থাকুন প্রতিদিন।

3 thoughts on “আপনি পারবেন,আপনাকে পারতেই হবে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *