আমার বিশ্বাস,যা পাইনি,তা আমার জন্য ছিল না এইটা বাস্তব: মৌসুমী
বাংলা চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। এই তারকার জন্মদিন আজ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে আসা এ তারকা পা দিলেন পঞ্চাশে। ১৯৭৩ সালের এ দিনেই পৃথিবীতে যাত্রা শুরু করেন মৌসুমী।
জন্মদিনে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রিয়দর্শনী বলেন, একজন ‘মৌসুমী’ হয়ে মানুষের মনে জায়গা করতে পেরেছি, সবাই আমাকে ভালোবাসেন, এটা বিশাল অর্জন। আমি যা চেয়েছি, তা-ই পেয়েছি। তবে জীবনে যেমন সফলতা আছে, তেমনি ব্যর্থতাও আছে। সেসব ব্যর্থতার কথা বলতে চাই না। আমি মনে করি, এসব বললে সৃষ্টিকর্তা নারাজ হন। আমার বিশ্বাস, যা পাইনি, তা আমার জন্য ছিল না।
জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে স্ত্রীর বিশেষ দিনটি উদযাপন করেছেন নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। কেক কাটার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা একটি কেক, চারপাশে গাদা-গোলাপ ফুলের পাপড়ি ছেটানো। কেকের একপাশে একটি ফুলের তোড়া, অন্যপাশে বেলুন রাখা; যার গায়ে লেখা, হ্যাপি বার্থডে প্রিয়দর্শনী। টেবিলের সামনে বসে আছেন মৌসুমী, তার পাশেই দাঁড়িয়ে ওমর সানী। দুজন একসঙ্গে কেক কাটছেন। আর ক্যামেরার ওপাশ থেকে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সন্তানরা।
এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী। আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ। সবাই দোয়া করবেন ওর (মৌসুমী) জন্য। শুভ জন্মদিন মৌসুমী।