ইন্ডাস্ট্রির ব্যবসায়িক গতি পরিবর্তন করেছে ‘হাওয়া’ সিনেমাহলে বাড়ছে দর্শক এর ভিড়

ইন্ডাস্ট্রির ব্যবসায়িক গতি পরিবর্তন করেছে ‘হাওয়া’ সিনেমাহলে বাড়ছে দর্শক এর ভিড়

সিনেমা মানেই বড় ক্যানভাস। বিশাল আয়োজন । সেট, গান, কাস্টিং, লোকেশনসহ নানা আয়োজন। যেখানে শুরু থেকে শেষ অবধি অনেক টাকা ব্যয় হয় একজন প্রযোজকের।সেই সিনেমা যদি দর্শক না দেখেন তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হন সিনেমার মানুষরা। বিশেষ করে প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীদের মনোবল ভেঙ্গে যায় ।

hawa

অনেকদিন ধরেই সিনেমা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো সিনেমা দীর্ঘ সময় ধরে হলে চলেনি, তাই ব্যবসাও তেমন করেনি। এর ফলে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন । সেই জায়গার পরিবর্তন করে দিলো লাইভ টেকনোলজির একটি সিনেমা । যার নাম এখন দর্শকের মুখে মুখে । সিনেমার নাম ‘হাওয়া’ । ঈদে তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে কম হল নিয়ে মুক্তি পেয়েছিল ‘পরাণ’ সিনেমা। পরে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে সিনেমাটি নিয়ে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহেও সিনেমাটির হল বাড়ছে। অন্যদিকে ব্যবসাসফল সিনেমাটির সঙ্গে যোগ হচ্ছে ‘হাওয়া’ সিনেমা। ইতিমধ্যে আলোচনায় এসেছে ‘হাওয়া’ । এদিকে সিনেমার প্রচারণায় ভিন্নতা থাকায় দর্শকদের আগ্রহ বাড়ছে নতুন এই সিনেমাটি নিয়েও।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ছবিটির নির্বাহী প্রযোজক অজয় কুন্ডু। তিনি বলেন, ‘হাওয়া’ ছবিটি দেশের বাইরে মুক্তি পাচ্ছে ১৩ আগস্ট। ওই দিন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছবিটি মুক্তি পাবে। এরপর ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য সেখানে মুক্তি দেওয়া হবে।

দেশে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই। বিদেশেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায় প্রথম দুই সপ্তাহের টিকিট সোল্ড আউটের একটি খবর। সেখানে দেওয়া ওয়েবসাইটও এই তথ্য দেখাচ্ছে।

image

সিনেমা মুক্তির আগেই টিকিট নেই—এমন চিত্র ঢালিউডে তেমন একটা দেখা যায় না। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ সিনেমার ক্ষেত্রে সেটাই ঘটেছে। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে কোনোটায় এক দিন কোনোটায় তিন দিনে টিকিট বিক্রি শেষ।  ২৯ জুলাই থেকে সিনেমাটি দেশের ২৪টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটির ব্যাপক সাড়া প্রসঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমরা দর্শকদের ওপর বিশ্বাস করেই সিনেমাটি নির্মাণ করেছিলাম। আমরা চেয়েছি দর্শকেরা আমাদের সিনেমাটি দেখুক। আশা করছি সিনেমাটি নিয়ে দেশের দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। দর্শক আমাদের সিনেমাটি হলে গিয়ে দেখুক। তারপর যা বলার মতামত দিক।’

image

জলকেন্দ্রিক  থিম নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গভীর সমুদ্রে একদল জেলে। মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হন তাঁরা। সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ছাড়া শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *