একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধুই দায়বদ্ধতা।
সংসার সামলানো ছেলে মেয়ের দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা এভাবেই কেটে যায় সংসার।
মনে হয় সবকিছু চলছে শুধুমাএ অভ্যাসে। অভ্যাসের বাহিরে কিছু নয়; বা একটা দায়বদ্ধতা। যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না।
ব্যাস সংসার হচ্ছে। কিন্তু একে অপরের প্রতি কতটুকো ভালোবাসা আছে সেটা জানার কিংবা বুঝার দরকার পড়ে না।
সবকিছু সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্যদিনকার অভ্যাসের বাহিরে আমাদের নিজেদেরও একটু সময় দরকার।
নন্দিতা রায়ের বেলাশেষে সিনেমায় ব্যাপারটাকে খুব সুন্দর ভাবে বুঝানো হয়েছে। শুধুমাএ অভ্যাসের নিয়মে সংসার হয় না।
শুধুমাএ রোজ ছুঁয়ে দিলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না। কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে- আমাদের মাঝে কি আদেও ভালোবাসা আছে, নাকি সবটাই অভ্যাস?
একসাথে হাজারটা রাত কাটানোর পরও অনেক কিছুই জানার বাকি থেকে যায়। এতো বছর পরও অনেক কথাই না বলা রয়ে যায় পাশের মানুষটাকে।
অথচ হাতের উপর হাত রেখে একসাথে পার করে দিয়েছে জীবনের অনেকগুলো বসন্ত। এতো বছর পরও কি দুজনের মাঝে ভালোবাসার অভাববোধ হয়?
হয়। ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু কিছু সম্পর্ক।
কিন্তু ঐ যে বললাম দায়বদ্ধতা আর অভ্যাসের দায়ে কেউ কেউ ছেড়ে আসতে পারেনা তথাকথিত সংসার।
আমি চাইও না কোন সংসার কিংবা কোন সম্পর্ক ভেঙ্গে যাক। আমি চাই কোন সম্পর্কেই যেন কখনো ভালোবাসার অভাববোধ না হয়।
ছোট্ট এই জীবনে ভালোবাসার অভাব মানুষকে ভীষণ করে একা করে দেয়।
সেটা যেকোন বয়সের যেকোন মানুষকেই। ভালোবাসা এবং নির্ভরতায় বাঁচুক আমাদের প্রতিটি সম্পর্ক আমাদের প্রতিটি সংসার।
নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েব সাথে থাকুন প্রতিদিন।