বটির কোপে ছটফট করতে করতে মুহূর্তেই প্রাণ গেলো মনিরের
কুমিল্লার লাকসামের খিলা বাজারে স’মিলের সহযোগী মাইনুদ্দিনের বটির কোপে আঘাতে মনির হোসেন নামের এক মিস্ত্রির নিহত হয়েছেন। ঘটনার পর মাইনুদ্দিনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খিলা বাজারের লাকসাম অংশে প্রকাশ্যে সবার সামনে এই খুনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে , মনির হোসেন বাজারের একটি স’মিলের মিস্ত্রি ছিলেন । কাজ করার সময় ওই স’মিলের সহযোগী মাইনুদ্দিনের সঙ্গে মনিরের বাগবিতণ্ডা হয়ে যায়। এতে মাইনুদ্দিন অনেক ক্ষিপ্ত হয়ে যায়।
দুপুরে মনির হোসেন ভাত খাওয়া শেষে বের হওয়ার সময় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মনিরের গলায় কোপ দিয়ে বসেন মাইনুদ্দিন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মনির । রক্তক্ষরণে মুহূর্তে ছটফট করতে করতে মারা যান মনির ।
লাকসাম থানার ওসি মেসবাহ উদ্দিন ভূঁইয়া বলেন , ঘটনার পর থেকে মাইনুদ্দিনকে আমাদের হেফাজতে আনা হয়েছে । নিহত মনিরের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে ।
আর এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়েছে ।