কমলা দিয়ে রূপচর্চা

কমলা দিয়ে রূপচর্চা

কমলা লেবুর খাদ্য গুনের কথা আমরা সবাই জানি এবং এটি আমাদের সবার কাছে অনেক পরিচিত ফল। এটি সিট্রাস ধরনের জাতীয় ফল। এতে প্রচুর পরিমানে ভিটামিন সি ,ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম ইত্যাদি থাকে। তবে ভিটামিন সি থাকার জন্য এটি আমাদের ত্বকের জন্য অনেক ভালো। এটি যে কোনো রকমের ত্বকের জন্য ভালোভাবে কাজ করে। কমলা লেবু আমাদের ত্বকের যেকোনো রকম সমস্যাকে দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলতে সাহায্য করে । তাই আসুন আজ জেনেনি কমলা লেবুর ১০টি ঘরোয়া ফেসপ্যাক কিভাবে তৈরি করে।

কমলা লেবু অনেক রকম ভাবে ত্বকের জন্য ব্যবহৃত হতে পারে। কমলা লেবুর খোসা, ফল বা ফলের রস, পুরোটাই ফেসপ্যাক হিসেবে ব্যবহৃত হতে পারে। কমলা লেবুর খোসা সাধারণত তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারী । এর ফল বা রস সাধারণত রুক্ষ ত্বকের জন্য ভালো কাজ করে । কমলা লেবুর খোসার গুঁড়ো করার জন্য খোসা গুলিকে ৪ থেকে ৬দিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এমন ভাবে শুকোতে হবে যাতে এটি শক্ত ও একেবারে মচমচে হয়ে যাবে । এবার ছোট ছোট টুকরো করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিবেন।

কমলালেবুর রস এবং বেসনের ফেসপ্যাক তৈরি

কমলালেবুর রস ও বেসন মিশিয়ে নিবেন। এবার এটি মুখে মেখে কিছুক্ষন রেখে ধুয়ে ফেলবেন। এতে ত্বকের উজ্জ্বলতা তৎক্ষণাৎ বৃদ্ধি পাবে। বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বেশি সময় না থাকলে এই ফেসপ্যাকটি খুব উপযোগী হবে।

কমলালেবুর খোসার গুঁড়ো ও চন্দনের ফেসপ্যাক তৈরি

২ চা চামচ চন্দন পাউডার, ১ চামচ মিহি করে গুঁড়ো করা কমলা লেবুর খোসার গুঁড়ো ও ৩ থেকে ৫ চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিবেন। এবার এই মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে নিবেন। ১০ থেকে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। ফেসপ্যাকটি আপনার ত্বক কে গভীর ভাবে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্যে করবে ।

কমলালেবুর খোসার গুঁড়ো,লেবু ,মধু এবং হলুদ এর ফেসপ্যাক তৈরি

১ চামচ মধু, ২ চামচ কমলা লেবুর খোসার মিহি করা গুঁড়ো, ৩ থেকে ৪ ফোটা লেবুর রস ও খুব অল্প কাঁচা হলুদ বাটা একসাথে মিশিয়ে ভালো করে মিশ্রণ বানিয়ে নিবেন। এবার এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে নিবেন। ১০ থেকে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। এই ফেসপ্যাকটি আন্টিট্যানিং ফেসপ্যাক হিসেবে কাজ করবে।

কমলালেবুর রস,মধু এবং ওটমিল পাউডার এর ফেসপ্যাক

১ চামচ মধু, অরেঞ্জ পাল্প,ও ওটমিল পাউডার ভালো করে মিশিয়ে নিবেন। এবার মিশ্রণটি ভালো করে মুখে মেখে নিবেন। ১০ থেকে ১৫ মিনিট পর ভালো করে মুখ দুয়ে নিবেন। এই মিশ্রণটি আমাদের ত্বকের নমনীয়তা বজায় রাখে এবং যত্ন সহকারের সাথে মুখের ময়লাকে দূর করতে সাহায্যে করে ।

কমলালেবুর রস মুলতানি মাটি ও দুধ এর ফেসপ্যাক তৈরি

একটি মাঝারি মাপের কমলা লেবুর রস, ১ চামচ মুলতানি মাটি ও ১ চামচ দুধ ভালো করে মিশিয়ে নিবেন। ৩০ মিনিট রেখে ভালো করে মিশিয়ে নিবেন। রেডি আপনার ফেসপ্যাক। এবার মিশ্রণটি ভালো করে মুখে মেখে নিবেন। ২০ মিনিট পর ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। এই ফেসপ্যাকটি ত্বকের বিভিন্ন পরত গুলিকে ভালো ভাবে পরিষ্কার করে, অতিরিক্ত তৈলাক্ত ভাবকে দূর করে এবং ত্বকে প্রয়োজনীয় মিনারেলস সরবরাহ করে থাকে ।

কমলালেবুর খোসার গুঁড়ো ও দই মিশ্রিত ফেসপ্যাক তৈরি

১ চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সাথে ২ চামচ দই মিশিয়ে নিবেন। এরপর এই মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এই ফেসপ্যাকটি আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে , ত্বক গভীর ভাবে পরিষ্কার করে ত্বককে সতেজ এবং উজ্জ্বল করে তুলতে সাহায্যে করে ।

কমলালেবুর রস ও ময়দা মিশ্রিত ফেসপ্যাক তৈরি

একটি বড় কমলালেবুর রস, ৮ চা চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে মুখে ও গলার অংশে মেখে নিন। ২০ মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনার ত্বকের রুক্ষতা দূর করে ত্বক সুন্দর এবং মসৃন করে তোলে।

কমলালেবুর খোসার গুঁড়ো,চিনি মধু ও নারকেল তেল মিশ্রিত ফেসপ্যাক

মিহি করে গুঁড়ো করা কমলালেবুর খোসা, মধু, নারকেলতেল ও চিনি ভালো করে মিশিয়ে নিন। এবামিশ্রণটি আপনার মুখে, ও গলার কাছে ভালো করে মেখে নিন। ৫ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা জল দিয়ে হালকা করে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি আপনার মৃত কোষ গুলিকে পরিষ্কার করে, এবং ত্বককে নমনীয় করে তুলতে সাহায্য করে।

কমলালেবুর খোসার গুঁড়ো, ওয়ালনাট পাউডার মিশ্রিত ফেসপ্যাক

গোলাপজলে কমলালেবুর খোসার গুঁড়ো, ওয়ালনাট পাউডার এবং চন্দনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে মেখে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি আন্টিট্যানিং হিসেবে কাজ করে, এছাড়া এটি আমাদের ত্বকের মৃত কোষগুলিকে সুন্দর করে
কমলালেবুর খোসার গুঁড়ো ও দুধ মিশ্রিত ফেস প্যাক

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এটি সবথেকে ভালো ফেস প্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *