সৌন্দর্যের অপার রাজত্বের নাম হলুদ। ঘরোয়া উপায়ে রূপটানের কথা উঠলে একদম প্রথমদিকেই থাকবে হলুদের নাম। ত্বকের নানান সমস্যার সমাধান এক নিমেষে করে হলুদ। কাঁচা হলুদ ব্যবহার এর ফলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও ব্রণ মুক্ত। তাহলে দেখে নিন কীভাবে কাঁচাহলুদ দিয়ে ত্বকের যত্ন নিতে পারবেন-
কাঁচাহলুদ আর দুধ ব্যবহার-
কাঁচাহলুদ বাটা ও দুধ মিশ্রন তৈরি করে মুখে ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এটি আপনার ত্বক সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করবে। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে।
হলুদ ও মধু ব্যবহার-
ত্বকের ভেতরে আদ্রতা রক্ষা করে উজ্জ্বল ত্বক ফুটিয়ে তুলতে হলুদ ও মধুর মিশ্রণ সাহায্য করে। মধুতে আছে প্রাকৃতিক ভাবে ত্বক আর্দ্র রাখার ক্ষমতা যা ত্বক উজ্জ্বল করে।
মধু ও হলুদের তৈরি প্যাক ত্বক স্বাভাবিকভাবে চকচকে ও সুন্দর করে তোলে।
হলুদ ও নারিকেল তেলের ব্যবহার –
হলুদ আর নারিকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। তাছাড়া নারিকেলের তেল খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
খাঁটি নারিকেল তেলের সঙ্গে কাঁচাহলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করুন এতে লালচেভাব, সংক্রমণ ও শুষ্কতা কমাতে ব্যবহার করা যায়। ত্বক পরিষ্কার করে মুছতে পাতলা ভেজা কাপড় ব্যবহার করলে ত্বককে বেশ প্রাণবন্ত মনে হবে।
হলুদ আর লেবুর রস-
লেবুর রসে আছে ব্লিচিং উপাদান আর হলুদে আছে ত্বক উজ্জ্বল করার উপাদান। তাই ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাঁচা হলুদ বাটা ও লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করুন।
_ ত্বকের পোড়া দাগ দূর করতে হলুদ বাটা, মুলতানি মাটি, শসার রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে পোড়া দাগ হালকা হয়ে আসবে অনেকাংশে।