কী কী করলে বউ খুব খুশি হয়?

কী কী করলে বউ খুব খুশি হয়?

কী কী করলে বউ খুব খুশি হয়?

রান্না করার সময় মাঝে মাঝে রুটিন মাফিক হাগ দিবেন দেখবেন ভালো হবে সংসার জীবনে । ঘুমানোর ঠিক আগে একে অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন।মানে চোখে চোখে রোমান্স করবেন। সামর্থ্য থাকলে যত বেশি মার্কেটে নিয়ে যাবেন ততই খুশি হবে বউ কেনাকাটা তে । সব সময় প্রশংসা করবেন এই যেমন, “জানু! তোমারে না আজকে অনেক সুন্দর লাগছে!”

main-qimg-4d11374a0960e19c8de8d2013acf226d-lq

“ঊফ! এলোচুলে আজকে অন্যরকম লাগছে। কিপ কন্টিনিউ ডার্লিং। “

“কিরে জানু,আজকের খাবারটা কে রান্না করছে? আপনার বৌ রান্না করলে ও এমন একটা ভাব নিবেন যেন আপনি জানেন ই না। ঊফ!সেই।ট্রাস্ট মি জাস্ট ওয়াও!”

কবিতা প্রিয়সী হলে মাঝে মাঝে কবিতা কিংবা গান /গজল শোনাবেন চাদের আলোতে কিংবা ভোরের কুয়াশায় হেঁটে হেঁটে কিংবা কোথাও গিয়ে সুর্যাস্তের অসাধারণ সিনারিও উপভোগ করতে বার হবেন দেখবেন আপনার ও ভালো লাগবেন।

যেমনঃ তুমি আমার কতো যে আপন, সে কথা তুমি যদি জানতে এ এ এ এ তুমি তো বুুজলেনা ।

বাইক থাকলে মাঝে মাঝে পেছনে বসিয়ে সন্ধার পর বাইকিং করবেন কিংবা সাজেকের মতো কোথাও কোন নিরিবিলি জায়গায় নিজেদের মতো করে হারিয়ে যাবেন তার পর ভালো কোন প্লেসে যাবেন দু’জন পছন্দ এর যায়গা চলে যাবেন ।

সাইকেল থাকলে দুজন মিলে সাইক্লিং করবেন।

মাঝে মাঝে আপনার ওয়াফের পছন্দের ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি এপ্রেসিয়েট করবেন।যেমনঃ এই যে কালো কালো শাড়ী পরো।এটায় অনেক সুন্দর লাগে তোমাকে।

অনেক অনেক ওয়ে আছেরে ভাই।
তবে সেই উপহার দেওয়ার মাধ্যমে যেন আপনার ভালোবাসা প্রকাশ পায়, সে বিষয় নিশ্চিত করুন। তবেই উপহার দেওয়ার মধ্যে সার্থকতা খুঁজে পাবেন। আর স্ত্রীও হবেন খুশি।

সব সমস্যায় স্ত্রীর পাশে থাকুন। বিয়ের পর নতুন পরিবারে এসে উঠেছেন আপনার স্ত্রী। আর নতুন পরিবারে সবাই তার অচেনা।

main-qimg-4d11374a0960e19c8de8d2013acf226d-lq

নিজ পরিবারের সবার সামনে স্ত্রীর প্রশংসা করুন, তাকে সবার সঙ্গে ভালোভাবে পরিচয় করিয়ে দিন। এমনকি পরিবারের কার কী পছন্দ-অপছন্দ তাও স্ত্রীকে আগে থেকেই জানানোর দায়িত্বটাও আপনার।

কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার হবু বৌ যদি আমার এই লেখা দেখে তাহলে ডেফিনেটলি এসব যে ওরে ইম্প্রেস করার কৌশল সেটা জেনে যাবে।মানে যখন ই যা বলবো তখন ই মনে মনে ধরেই নিবে,সোহাগ বাবু ঢং বন্ধ করো তোমার এসব টেকনিকে আমি কাবু হবো না এমন করে বলবে তাই টেনশন এ আছি যদি সে দেখে পেলে ।

তবে আমার কাছে এই বিষয় গুলো মনথেকে করা উচিত দু’জন দুজনকে ভালো করে বুজার জন্য হলেও এই বিষয় গুলো মাথায় রাখা দরকার আমাদের প্রত্যেক পুরুষের জন্য তবে সুখ থাকবেন অনন্ত মেয়েরা তেমন কিছু চায় না একটু ভালোবসা পেলে তারা হ্যাপি কারণ আপনার কাছে টাকা না থাকলে তার চেষ্টা করবো আপনাকে উৎসাহ দেওয়ার তার পর ও পাশে থেকে আপনার কাছে থাকবে আমার মনে হয়। জানিনা সবার চিন্তা এক রকম নাও হতে পারে।

main-qimg-4d11374a0960e19c8de8d2013acf226d-lq

তবে আমার বিষয় গুলো আমি শেয়ার করলাম যে এমন হলে হয়তো সংসার জীবনে সুখ আসার সম্ভবনা বেশি থাকে । তবে সব মেয়ে টাকার জন্য পাগলে থাকে না । কিছু মেয়ে ভালোবাসার পাগল হয়ে থাকে। স্বামী একটু ভালোবাসা তার কাছে জীবনের সবছেয়ে বড় সম্পদ মনে হয়।

তবে মাঝে মধ্যে গ্রিপ্ট করবেন তাতে তার বেশি খুশি হয়ে থাকে। কারণ মেয়েদের মন টা সরল হয় । তাতে কম টাকা হলে ও গ্রিপ্ট এর দাম তাও সে অনেক খুশি হয়ে যায়।

আমি তো রোমান্স করেই যাবো, করেই যাবে সব সময় ।

করতে করতে লেখা শেষ করলাম। আপনাদের মতামত ও আমাকে জানাবেন আমি অপেক্ষা থাকবো সবার কমেন্ট এর জন্য।

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *