কুরানের বরকতে ইসলাম গ্রহণ

কুরানের বরকতে ইসলাম গ্রহণ

***কুরআনের বরকতে ইসলাম গ্রহণ***

পাকিস্তানের সিন্দু প্রদেশের একহিন্দু পরিবারের ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা শুনুন সে হিন্দু পরিবারটিতে ছিলো ৪০ কি ৪২ বছরের একযুবক। একসময় সে যুবক ক্যান্সারে আক্রান্ত হয়। ডাক্তাররা তাকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত আখ্যা দিয়ে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়। হাসপাতাল থেকে ফিরে আসার পর যুবক উদাস ও চিন্তিত অবস্থায় সময় কাটাতে লাগলো।

তার মনে বার বার একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিলো যে, এ পৃথিবীতে আমি আর ক-দিনের মুসাফিরমাত্র। তারপর আমি মারা যাবো। একদিন তার স্ত্রী তার পাশে বসে ছিল। স্ত্রী স্বামীর সঙ্গে ভালোবাসা পূর্ণ কথাবার্তা বলছিলো। কিন্তু স্ত্রীর ভালোবাসায় সে শান্ত্বনা পেলো না।

image

সে একদিন তার স্ত্রী তার পাশে বসা ছিলো। স্ত্রী স্বামীর সঙ্গে ভালোবাসাপূর্ণ নিরাশার কণ্ঠে বললো, ‘আমরা অচিরেই একে অপরের থেকে পৃথক হয়ে যাব। কেননা, আমার সুস্থতার কোনোই সম্ভাবনা নেই।’

স্ত্রী বললো : ‘যদি আপনি আমাকে কথা দেন, আমি যা বলবো, আপনি শুনবেন, তাহলে আমি আপনাকে একটি জিনিস খাওয়াব। আশা করি, আপনি তাতে পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।’

স্বামী বললো : ‘আমার রোগের ওষুধ যখন হাসপাতালেও নেই, তখন তুমি
আর কী-ই বা আমাকে খাওয়াবে?’

স্ত্রী বললো : ‘আপনি কি আমাকে ভালোবাসেন?’
স্বামী বললো : ‘বাসি, অবশ্যই ভালোবাসি।’

স্ত্রী বললো : ‘সত্যিই যদি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি ওয়াদা দিন যে, আমি আপনাকে যা বলবো, আপনি তাই শুনবেন। তাহলে আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তারপর আমরা একসঙ্গে সুখের দীর্ঘজীবন যাপন করবো। আমি যা বলবো, আপনি তা মেনে নিবেন।’

স্বামী বললো : ‘আমি তো তোমার কথা এমনিতেই শুনি।’ তারপরও
ওয়াদা…।
স্ত্রী বললো, হ্যাঁ, ওয়াদা করতে হবে। আপনি সুস্থ হলে আমি যা বলবো, আপনি তাই করবেন। এরপর স্বামী ওয়াদা করলো, সে সুস্থ হলে স্ত্রী যা বলবে, তা-ই মানবে।’
তারপর স্ত্রী স্বামীর সামনে একটি চেয়ার পেতে বসলো। তার কাছে একটি জগে পানি ছিলো। সে কী যেনো পড়ে পানিতে বারবার ফুঁ দিচ্ছিল । ঝাড়- ফুক শেষ হলে স্ত্রী স্বামীকে জগ থেকে কিছুপানি পান করালো।

তারপর যখনই স্বামীর পানির চাহিদা হতো, স্ত্রী ওই জগ থেকে পড়া পানি ঢেলে তাকে খাওয়াত। আল্লাহর শান দেখুন, হিন্দুযুবক কয়েকদিনযাবৎ স্ত্রীর পড়াপানি পান করার পর কিছুটা সুস্থ হয়ে গেলো। সে ল্যাব্রেটরীতে গিয়ে পরীক্ষা করিয়ে দেখলো, তার ব্লাডক্যান্সার আর নেই। একটি পরীক্ষা করে সে বিশ্বাস করতে পারলো না।

যুবক স্ত্রীকে ঘটনা খুলে বললো। স্ত্রী বললো, ‘তাহলে আরেক ক্লিনিকে গিয়ে পরীক্ষা করিয়ে দেখুন।’ যুবক আরেকটি ল্যাব্রেটরীতে গেলো এবং পরীক্ষা করালো। সেখান থেকেও একই ফল বের হলো যে, শরীরে ব্লাডক্যান্সারের জীবাণু নেই। যুবক বিস্মিত হলো।

image

যুবক দ্বিতীয় রিপোর্ট নিয়ে ঘরে ফিরে স্ত্রীকে বললো, আমার রোগ সত্যই সেরে গেছে এবং আমি শরীরিক সুস্থতা অনুভব করছি। কিন্তু সত্য করে বলো তো, ঘটনাটা কী? এর রহস্য কী? স্ত্রী বললো, ‘আগে আপনি আপনার ওয়াদা পূরণ করুন, যা আপনি ইতোপূর্বে আমার সঙ্গে করেছিলেন।’ স্বামী বললো, ‘বলো, তুমি কী চাও বা তোমার দাবি কী? তুমি যা বলবে আমি তা পূরণ করবো।’ স্ত্রী বললো, ‘আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান।’

স্ত্রীর এ কথা শুনে যুবক যেনো আকাশ থেকে পড়লো। সে অনেক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে বললো, ‘তুমি কী বলছো?’ স্ত্রী বললো, ‘আমি আপনার স্ত্রী। আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি আমাকে কথা দিয়েছিলেন, আমি যা বলবো, আপনি তা রাখবেন।

অতএব, এখন আপনি আপনার ওয়াদা পূরণ করুন এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যান।’ স্বামী বললো, ‘আমি কল্পনাও করতে পারিনি যে, তুমি এমন প্রস্তাব দিবে!’ স্ত্রী বললো, ‘আপনার কথা সত্য। কিন্তু এখন কথা বাড়িয়ে লাভ নেই।
ওয়াদা তাড়াতাড়ি পূরণ করুন।’ স্বামী বললো, ‘তবে তুমি কী ইসলাম গ্রহণ করেছো?’ স্ত্রী বললো, ‘হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি।’ স্বামী বললো, ‘তোমার পিতা এতো কট্টর হিন্দু যে, তিনি অন্যদেরও হিন্দু বানান।

image

এখন যদি তিনি জানতে পারেন, তুমি মুসলমান হয়েছো, তাহলে তিনি তোমাকে কচুকাটা করবেন। তুমি এমন কট্টর হিন্দুর ঘরে জন্মে কীভাবে মুসলমান হলে?বললো, ‘এ এক লম্বা কাহিনি আপনাকে শোনাব।

কিন্তু এখন আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান।’ যুবক স্ত্রীর কথায় এমনভাবে কাবু হয়ে গেলো যে, তাকে কালেমা পড়তেই হলো। আলহামদুলিল্লাহ! যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *