গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চা করা যায়
তৈলাক্ত ত্বক? এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। মুখে এই মিশ্রণটি লাগাবেন, বয়সের ছাপ কমে যাবে।
গোলাপ ফুল কি ত্বকের জন্য অনেক উপকারী? গোলাপফুল ত্বকের সৌন্দর অনেক কার্যকরী। বোল্ডস্কাই ত্বক উজ্জ্বল, টানটান ও মসৃণ করতে গোলাপ ফুল অনেক কার্যকরী। গোলাপ জলের থেকে কাঁচা ফুলের পাঁপড়ি ত্বকের জন্য অনেক উপকারী। এই উপাদানটি ত্বকের রুক্ষতা ও কালচে ভাব দূর করে চেহারার জৌলুস ধরে রাখতে সাহায্য করে থাকে । স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য কীভাবে মুখে গোলাপের পাঁপড়ি ব্যবহার করবেন সে সম্বন্ধে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়মিত গোলাপ ফুলের রস মুখে লাগাবেন । এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করতে পারে, যা চেহারার বলিরেখা দূর করে ত্বককের টানটান ভাব দূর করে। গোলাপফুলের রস ত্বককে সতেজ রাখতে সাহায্যে করে । দুশ্চিন্তা দূর করতে কয়েকটি গোলাপের পাঁপড়ি মুখে ঘষে কিছুক্ষণ পর ধুয়ে ফেলবেন। এটি মানসিক দুশ্চিন্তা দূর করার পাশাপাশি ত্বকের রুক্ষতাও দূর করতে সাহায্যে করে । যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক ও স্পর্শকাতর, তাঁরা নিয়মিত ত্বকে গোলাপ ফুলের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন ।
এটি ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্যে করে । গোলাপ ফুলে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে থাকে । ত্বকের কালচে ভাব, ব্রণের দাগ ও খসখসে ভাব দূর করতে নিয়মিত গোলাপফুলের পাঁপড়ির সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাবেন । পাঁচ থেকে ছয় ঘণ্টা গোলাপের পাঁপড়ি পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর এই পাঁপড়ি শিলপাটায় বেটে এর সঙ্গে চার টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করবেন । এবার পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে পারেন । আদি আমল থেকে শুরু করে এখনো গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চা করে আসছে। গোলাপ ফুল আমাদের সবার কাছে অনেক পরিচিত ফুল এর ব্যবহার অনেক। অনেক আগে রানিরা গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চা করতেন। ঘরোয়া ভাবে রূপচর্চা করতে পারেন।
ঘরোয়া ফেসপ্যাক তৈরি করুন ;
১. ২ চামুচ চালের গুঁড়া, ১ চামুচ মধু নিবেন। ভালো করে মিশাবেন, মূখে দিয়ে ১৫-২০ মিনিট ঘোষুন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন । চালের গুঁড়া আর মধু আপনার ত্বক সুন্দর করতে সাহায্যে করবে।
২. পরিমাণ মতো কয়েকটি গোলাপের পাপড়ি কিছু সময় ভিজিয়ে রেখে দিন। তার পর গোলাপের পাপড়ি বেটে ২ চামুচ চিনি মিশাবেন, মূখে বা যেকোনো জায়গায় কোনো দাগ থাকলে গোলাপ ফুল এর পাপড়ি বেটে দিয়ে ১০-১৫ মিনিট ঘোষুন দেখবেন আপনার ত্বক সুন্দর হবে দাগ তুলতে সাহায্যে করবে।
৩. হলুদ আর নিম পাতা দিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। হলুদ আর নিম পাতা বেটে একসাথে মিশান। তার পর মূখে লাগান, ১০-১৫ মিনিট সময় নিয়ে ঘোষুন, কিছু সময় পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদ আর নিম পাতা মূখের দাগ ব্রন দুর করতে সাহায্যে করে । এবং আপনার ত্বক সুন্দর করে পারবে।
৪. মধু আর গোলাপ ফুল এর পাপড়ি দিয়ে রূপচর্চা করতে পারেন। ১ চামুচ মধু নিবেন, কয়েকটি গোলাপের পাপড়ি বেটে একসাথে মিশান তার পর মূখে লাগান ১০-১৫ মিনিট ঘোষুন দেখবেন আপনার ত্বক কতোটা কমল এবং সুন্দর হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন।
নিয়মিত গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চা করলে আপনার ত্বক সাদা গোলাপি রঙের ছোঁয়া আসবে।