গোলাপ ফুল : গোলাপ ফুলের পাপড়ি ঔষধের কাজ

গোলাপ ফুল : গোলাপ ফুলের পাপড়ি ঔষধের কাজ

শুকনো গোলাপ ফুলের পাপড়ির ১০টি দারুণ ব্যবহার

ফুলের কথা প্রথমেই সবার মাথায় আসবে গোলাপ ফুলের নাম। সবচেয়ে সুন্দর ও সুঘ্রাণযুক্ত এই ফুলটি শুধু দেখতেই সুন্দর নয়, তার গুণের জন্যেও অনন্য গুণ রয়েছে । বন্ধুত্ব, ভালোবাসা ও শান্তির প্রতিক বহনকারী গোলাপের শুকনো পাপড়ির দারুণ দশটি ব্যবহার সম্পর্কে জেনে নিতে পারেন ।

১. শুকনো গোলাপের পাপড়ির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে চমৎকার ফেস প্যাক তৈরি করতে পারেন ।

২. শুকনো গোলাপের পাপড়ি থেকে তৈরি করা গোলাপজল ত্বকের যত্নে ও ত্বক পরিষ্কার করতে দারুণ কার্যকরী।

৩. শুকনো ও গুঁড়া করা গোলাপের পাপড়ি পানিতে মিশিয়ে ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষতস্থান দ্রুত ভালো হয়ে যায় ।

image

৪. শুকনো গোলাপের পাপড়ি গুঁড়া দুধের সঙ্গে স্বল্প পরিমাণ মিশিয়ে পান করলে অ্যাসিডিটি ও স্টমাক আলসারের সমস্যা কমে যাবে।

৫. শুধু অ্যাসিডিটির সমস্যাই নয়, ডায়রিয়ায় প্রকোপ কমাতেই উপকারী শুকনো গোলাপ ফুলের পাপড়ি।

৬. ডায়রিয়ায় পাশাপাশি কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূর করতে উপকারী ভূমিকা রাখে শুকনো গোলাপ ফুলের পাপড়ির গুঁড়া।

৭. হারবাল চা তৈরিতে শুকনো গোলাপের পাপড়ির ব্যবহার নতুন কিছু নয়। বিভিন্ন মশলার সঙ্গে শুকনো এক-দুইটি পাপড়ি বা পাপড়ি গুঁড়া ব্যবহারে অ্যাসিডিটির সমস্যাসহ দাঁতের ক্যাভিটি বা ক্ষয়রোধ রোধ করতে পারেন।

৮. গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি ও কাশির ফলে গলার ভেতরে ছিলে যাওয়ার মত জ্বলুনিভাব কমাতে চাইতে শুকনো গোলাপের পাপড়ি পানিতে জ্বাল দিয়ে ছেঁকে সেই পানিতে গার্গল করতে হবে তার পর খেতে হবে ।

৯. গোলাপের কুড়ি থেকে প্রচুর পরিমাণ ভিটামিন-সি ডি পাওয়া যায়। তাই গোলাপের কুড়ির শুকনো পাপড়ির চা ঠান্ডাজনিত সমস্যা ও কাশির প্রাদুর্ভাব কমাতে কার্যকরী।

১০. পুরো বিশ্ব জুড়েই রোজ অয়েল অন্যতম সর্বাধিক ব্যবহৃত একটি পণ্য। এই তেল ঘরেই তৈরি করে নেওয়া সম্ভব হবে । শুকনো গোলাপের পাপড়ি এবং নারিকেল তেল জ্বাল দিতে হবে মাঝারি আঁচে। তেলের রঙ পরিবর্তন হয়ে আসলে পানিয়ে ছেঁকে নিতে হবে ভালোভাবে এবং সংরক্ষণ করতে পারেন ।

শুকনো গোলাপের পাপড়ি কীভাবে সংরক্ষণ করতে হয়?

1643904748-01-Daily-Inqilab

ফুল থেকে পাপড়ি ছিঁড়ে টিস্যুর সাহায্যে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে রোদের আলোয় ২-৩ ঘণ্টা রেখে এরপর পুনরায় টিস্যুর সাহায্যে মুছে এয়ার টাইট বক্সে ছড়িয়ে রেখে দিতে পারেন । ৪-৫ দিনের মধ্যে গোলাপ ফুলের পাপড়িগুলো শুকিয়ে আসবে।

এরপর প্রয়োজন মতো শুকনো গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন । আমরা জানি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রূপচর্চা করা যায়। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন। প্রতি দিন গোসলের আগে কয়েক মিনিট সময় নিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে শরিলে ঘোষুন।

1643904748-01-Daily-Inqilab

তার পর ২০-৩০ মিনিট কয়েকটি গোলাপের পাপড়ি পানিতে ভিজিয়ে রাখুন তারপর ঐই পানি দিয়ে গোসল করুন। এভাবে কয়েক দিন করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বক কতোটা সুন্দর হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *