গ্রিল চিজ টোস্ট তৈরি রেসিপি
বিকেলের নাস্তা অল্প সময়ে কি বানানো যায় তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার নাস্তার রেসিপি, সেটি হল গ্রিল চিজ টোস্ট রেসিপি। ছোট-বড় সকলেই এটি খেতে অনেক পছন্দ করবেন। কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার। বাচ্চাদের টিফিনের গ্রিল চিজ টোস্ট দিতে পারেন। গ্রিল চিজ টোস্ট খেতে অনেক মজাদার ও সুস্বাদু। খুব সহজে তৈরি করতে পারবেন গ্রিল চিজ টোস্ট তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটি ।চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অল্প সময়ে তৈরি করবেন গ্রিল চিজ টোস্ট রেসিপি
গ্রিল চিজ টোস্ট তৈরি করতে যা যা লাগবে-
উপকরণঃ
- পাউরুটি ৪টি
- চিজ স্লাইস ৪টি
- মাখন ৪০ গ্রাম
গ্রিল চিজ টোস্ট তৈরি পদ্ধতি–
প্রথমে পাউরুটি গুলো কাটার দিয়ে গোল করে কেটে নিতে হবে। এবার রুটির একপাশে মাখন লাগিয়ে নিন। অন্য পাশ মাখন ছাড়া থাকবে। এবার একটা গ্রিল প্যান চুলায় গরম হতে দিন। তারপর পাউরুটি মাখন লাগানোর দিক নিচে দিয়ে কিছুক্ষণ গরম করে নিন।
এবার চিজ গোল আকারে কেটে নিন। প্যানের ওপরে রাখা প্রতিটি পাউরুটির ওপরে এক টুকরো চিজ দিয়ে দিন। এরপর পাউরুটি দিন, স্যান্ডউইচের মতো করে। দুই পাশ উল্টে কিছুক্ষণ চুলায় রেখে মচমচে করে ভেজে পরিবেশন করুন। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার গ্রিল চিজ টোস্ট রেসিপিটি।
মজাদার রেসিপি পেতে হলে আমাদের সাথে থাকুন।