ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা

🥰বিভিন্ন উপায়ে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করতে পারবেন। 😘😘

১. টমেটো কাটার সময় এর অর্ধেক অংশ আলাদা করে নিন। এর পর সেই অর্ধেক টমেটোয় সামান্য হলুদ মিশিয়ে নিজের মুখে ভালো ভাবে ডলুন। টমেটো রষ মূখের সৌন্দর্য বৃদ্ধি করে। রান্না করতে করতে সহজেই এটি করা যায়। আধ ঘণ্টা
লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে নিন। এর ফলে ত্বকের ট্যানিং দুর হয় এবং ত্বক উজ্জ্বল হয়। টমেটো উজ্জলতা বৃদ্ধি করে মুখ সুন্দর করতে সাহায্য করে। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সৌন্দর্য বৃদ্ধি করা যায়।

২. ফল কাটার সময় কয়েক টুকড়ো ফল ফ্রিজারে রেখে দিন। ভালো ভাবে জমে গেলে সেই ফলগুলি বার বার করে মুখে ঘসুন। আইস ফেশিয়াল ও ফ্রুট ফেশিয়াল দুইয়েরই উপকার পাবেন এতে। এর জন্য যে কোনও ফল যেমন- তরবুজ, পেপে, কলা, আম, টমেটো, গাজর, ইত্যাদি ব্যবহার করতে পারেন।

১৫-50 মিনিট পর্যন্ত। ঘরের কাজের ফাঁকে যত্ন নেওয়ার সময় করে উঠতে পারেন না। রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, বাচ্চা ও পরিবারের সদস্যদের যত্ন নিতে নিতেই সময় কেটে যায়। তার পর ক্লান্তির কারণে নিজের রূপচর্চার বিষয়টি অনেক সময় মাথায় আসে না। কিন্তু অন্যের চাহিদা পূরণ ও যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়াও জরুরি। তাই এখানে কয়েকটি বিউটি টিপস দেওয়া রইল যা খুব সহজে এবং কম সময়,বাড়ির কাজের মধ্যেই করে নিতে পারবেন খুব সহজে।

৩. একটি সহজ ফেসপ্যাকও বানিয়ে ফেলা যেতে পারে। এর জন্য ছোট শিশিতে মধু, অল্প কফি এবং এক চিমটে হলুদ মিশিয়ে নিজের কাছে রাখতে পারেন। চট করে নিজের মুখে লাগিয়ে একটু ঘষে নিবেন। বাড়ির অন্যান্য কাজ করুন। ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিন। ত্বক হয়ে উঠবে সজীব ও সতেজ।

৪. শ্যাম্পুর পর কনডিশনার করার সময় অনেক গৃহিণীই খুজে পান না। এর ফলে চুল হয়ে পড়ে রুক্ষ হয়ে পড়ে। স্ক্যাল্প ও চুল অধিক শুষ্ক হলে নিজের শ্যাম্পুতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন যদি বাসায় অ্যালোভেরা থাকে। শ্যাম্পু ও অ্যালোভেরা জেল এর এই দুটোই এক সঙ্গে নিজের
কাজ করবে। এতে আপনার চুলও যেমন পরিষ্কার তেমন মূখও পরিষ্কার হবে

৫. স্ক্রাব করার জন্য বাড়িতেই সহজ উপায়ে এটি বানিয়ে রাখতে পারেন বাসায়। এর জন্য একটি খালি ডিবে বা পাওডারের ডিবেতে  ৫-৬ চামচ বেসন ও ১ চামচ হলুদ মিশিয়ে বাথরুমে রেখে দিন কারণ স্নানের সময় সাবান লাগানোর পর এটি নিজের শরীরে ছিটিয়ে নিন এবং একসঙ্গে স্ক্রাব করে ফেলুন। মাত্র ৫-৭ দিন ব্যবহার করেই উপকার পেতে পারেন।

৭. চালের গুরা মশুরের ডাল, দূধ পানি হলুদ মধু সংগ্রহ করে যেকোনো তেল সব একসাথ করে মূখে লাগাতে পারেন ২০-২৫ মিনিট রেখে মূখে ঘষবেন। পরে ধুয়ে ফেলবেন এতে মূখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *