চিকেন বিফ স্যান্ডউইচ তৈরি রেসিপি
বাসায় হঠাৎ অতিথি এলে ঝটপট তৈরি করা যায় এমন কিছু রেসিপি মধ্যে স্যান্ডউইচ অন্যতম।শিশুদের টিফিনে ও দিতে পারেন মজাদার স্যান্ডউইচ।
খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন এই স্যান্ডউইচ টি।গরুর মাংস দিয়ে সহজে তৈরি করতে পারবেন স্যান্ডউইচ।চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন বিফ স্যান্ডউইচ রেসিপিটি –
তৈরি করতে যা যা লাগবে –
উপকরণ –
১) গরুর মাংস ভাজা- ৫০০ গ্রাম
২) পেঁয়াজ- মাঝারি আকারের ১টি (পাতলা স্লাইস)
৩) মাখন- ১ টেবিল চামচ
৪) বারবিকিউ সস- ১ কাপ
৫) চিলি সস- ১/৩ কাপ
৬) লেবুর রস- ১ টেবিল চামচ
৭) মোটা দানার চিনি- ৩ টেবিল চামচ
৮) স্যান্ডউইচের বান
তৈরি পদ্ধতি –
প্রথমে বড় একটি প্যানে মাখন দিন।মাখন গলে গেলে সোনালি করে পেঁয়াজ ভেজে নিন।তারপর বারবিকিউ সস, চিলি সস, লেবুর রস ও চিনি দিয়ে নাড়তে থাকুন।
এবার সসের মিশ্রন ভাজা গরুর মাংস ভালো করে নাড়ুন। বান অথবা রোলের ভেতরে মাংস ও সসের মিশ্রণ দিয়ে গরম গরম পরিবেশন করুন বারবিকিউ বিফ স্যান্ডউইচ।
মজাদার রেসিপি পেতে হলে আমাদের সাথে থাকুন।
আপাদের যদি উপকার হয়ে থাকে আমার তথ্য টির জন্য তাহলে আমার এই পোষ্ট টি ফেসবুক বা গুরুফে শেয়ার করে আরো মানুষকে শিখার সুযোগ করে দিন। আর কোনে মন্তব্য থাকলে কমেন্স করুন আপনার মূল্যবান মতামত জানান।
প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে আমাদের ওয়েব সাইট বা ফেসবুক এর সাথে থাকুন। ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন। পরবর্তী আপডেট পেতে একটু অপেক্ষা করুন……