চুলের যত্নে আমলক্ষীর ব্যবহার
ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার কিভাবে করে তা বলা হল। হেলদি ডায়েট-এ পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের ভূমিকা যেমন অতি গুরুত্ত্বপূর্ণ তেমনি আমাদের ত্বক আর চুলের ঝলমলে… সুন্দর করতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম আমরা জানি । কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই… জানি
চুলের যত্নে অলরাউন্ডার হেয়ার প্যাক
লম্বা-স্বাস্থ্যকর চুল একজন নারীর সৌন্দর্যকে আরও সুন্দর মহিমান্বিত করে। কিন্তু প্রতিনিয়ত ধুলাবালি, রোদের সংস্পর্শে চুলে চলে… যায়
চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার পরিচিত একটি নাম। চুলের যত্নে নারকেল তেলতো যুগ যুগ ধরে চলে আসছে তাই না । কিন্তু জবা ফুল ও আমলকীর উপকারিতা… অনেক বলে শেষ করা যায়
চুলের যত্নে ঢেঁড়স!
চুল নিয়ে যারা সমস্যায় আছেন তাদের প্রশ্ন করলে যে অভিযোগ গুলো শুনতে পাওয়া যায় প্রায় সময় সেগুলো হলো…
ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর৷ বাড়ায় চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল…
রূপচর্চায় আমলকী | ত্বক ও চুলের যত্নে একটিই যাদুকরী উপাদান হিসেবে কাজ করে।
আমলকী আমরা সবাই কমবেশি চিনি বা খেয়েছি তাই না । এটি কাঁচা বা আচার দিয়ে অথবা চাটনি বা মোরব্বা করেও খাওয়া যাবে । তবে এটি কাঁচা খেতে তেমন মুখরোচক না হলেও এর গুণের কিন্তু শেষ হবে না । এটি এমন একটি উপকারী ফল যা শারীরিক বিভিন্ন উপকারের পাশাপাশি রূপচর্চায়ও সমান প্রশংসার যোগ্য হয়ে থাকে। প্রোটিন, মিনারেলস, কার্বহাইড্রেটস এবং ফাইবার-এ সমৃদ্ধ এই ফলটি নিয়মিত খাওয়ার মাধ্যমে ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা সমাধান কাটিয়ে ওঠা সম্ভব। এবার আসুন তাহলে জেনে নেয়া যাক আমলকীর কিছু গুণ এবং রূপচর্চায় এর ব্যবহার! কি
রূপচর্চায় আমলকী যেভাবে ব্যবহার করা যাবে।
১) ত্বকের যত্নে আমলকী।
১. আমলকীতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে রিংকেল, ফাইন লাইন্স পড়তে দিবে না।
২. আমলকী খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করবে। এতে থাকা অ্যাস্ট্রিনজেন্ট প্রোপার্টিজ ত্বকের মৃত কোষ দূর করে ত্বক মসৃণ করে তোলতে সাহায্য করে।
৩. আমলকীর আরেকটি বিশেষ গুণ হলো এটি সব ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে । কোন ত্বকেই এটি কোন ধরনের ইরিটেশন তৈরি করবে না।
৪. ত্বকের পিগমেনটেশন দূর করতে আমলকী খুব ভালো কাজ করবে থাকে। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে ত্বক প্রাণবন্ত ও উজ্জ্বল সুন্দর করে।
ত্বকের যত্নে আমলকী স্ক্রাব
ত্বকের যত্নে আমলকী স্ক্রাব বানাতে যা লাগবে- তা হল
১) কাঁচা হলুদ বাটা- ২ চা চামচ
২) আমলকী পাউডার- ২ চা চামচ
এই মিশ্রণটি সারা মুখে সার্কুলার মোশন-এ মাখিয়ে নিবেন । ১০ মিনিট রেখে মুখ ভালোমতো ধুয়ে নিবেন । এই স্ক্রাবটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সুন্দর করে তোলে। আর যেহেতু এতে কাঁচা হলুদ বাটা রয়েছে তাই এই স্ক্রাব-টি রাতে ব্যবহার করতে পারেন । দিনের বেলা কাঁচা হলুদ ব্যবহার করলে সূর্যের আলোতে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা ও রয়েছে।
ত্বকের যত্নে আমলকী ফেসিয়াল
ত্বকের যত্নে আমলকী ফেসিয়াল করতে যা লাগবে-
১) টক দই– ১ চা চামচ
২) মধু- ২ চা চামচ
৩) আমলকী পেস্ট- ২ চা চামচ
উপরের সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিবেন । সারা মুখে ভালোমতো লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলবেন । এই ফেসিয়াল-টি সপ্তাহে ১ দিন করতে পারবেন । এটি ত্বকে সতেজ ভাব নিয়ে আসে এবং সব ধরনের ত্বকের জন্যই এই ফেসিয়াল-টি উপযুক্ত হয়ে থাকে।
ত্বকের যত্নে স্কিন ব্রাইটেনিং মাস্ক
এই মাস্ক-টি বানাতে যা লাগবে-
১. পেঁপে পেস্ট- কয়েক টুকরার অংশ নিবেন।
২. আমলকী পেস্ট- ২ চা চামচ
৩. মধু– ২/৩ চা চামচ
উপরের সবগুলো উপকরণ মিশিয়ে এবার এটি মুখে মাখিয়ে ১৫ /২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। মুহূর্তের মধ্যেই ত্বকে উজ্জ্বল ভাব নিয়ে আসতে এই মাস্ক-টি বেশ উপকারী হিসেবে কাজ করে । নিয়মিত ব্যবহারে এটি ত্বকের পিগমেনটেশন এবং কালো দাগ দূর করতে সাহায্য করবে।
২) চুলের যত্নে আমলকী
১. শরীরে ভিটামিন সি-এর অভাবে চুল পড়া বেড়ে যায় তাই চুল ভেঙ্গে পড়ে। আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই নিয়মিত আমলকী খাওয়ার মাধ্যমে চুলের বিভিন্ন সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে।
২. আমলকীতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে।
৩. আমলকীর রস চুলের গোড়ায় ম্যাসাজ করলে স্ক্যাল্প-এর রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুলের বৃদ্ধিও ত্বরান্বিত হবে।
৪. এছাড়াও আমলকী চুলের ফলিকল শক্ত করে যার ফলে চুল পড়া কমে গিয়ে চুল নরম ও সিল্কি করতে সাহায্য করে।
চুলের যত্নে আমলকী ও মধু প্যাক
১. আমলকী পাউডার- ১ চা চামচ।
২. টক দই- ১ চা চামচ।
৩. মধু- ২ চা চামচ।
উপরের আমলকী পাউডার হালকা গরম পানিতে পেস্ট বানিয়ে নিবেন । এরপর টক দই ও মধু এই পেস্ট-এ যোগ করবেন । এবার মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোমতো লাগিয়ে নিতে থাকবেন । তারপর ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এই প্যাক-টি চুলের গোড়া মজবুত করে এবং চুলের রুক্ষভাব দূর করে চুল নরম ও সুন্দর করে তোলতে সাহায্য করে । ভালো ফলাফল পেতে সপ্তাহে ১ দিন ব্যবহার করুন।
অ্যান্টি-ড্যানড্রাফ প্যাক
১) আমলকী- ১ চা চামচ।
২) শিকাকাই পাউডার- ১ চা চামচ।
৩) টক দই- পরিমাণমতো।
উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে প্যাক বানাবেন । তারপর সারা চুলে ভালোমতো লাগিয়ে ১০-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবেন । এটি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। এই প্যাকটি স্ক্যাল্প-এর খুশকি দূর করার সাথে সাথে চুলের প্রাকৃতিক কালার বজায় রাখতে সাহায্য করে।
প্রাকৃতিক শ্যাম্পু
পরিমাণমতো শুকনো আমলকী, শিকাকাই এবং রিঠা একসাথে পানিতে মিশিয়ে সারারাত রেখে দিবেন। ব্যবহারের আগে একসাথে ভালোমতো মিশিয়ে নিবেন । মিশ্রণটি পিচ্ছিল হবে। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে দানাগুলো আলাদা করে নিবেন।