চুলের যত্নে মধুর ৫টি ব্যবহার

মধু আর দুধের
হেয়ার প্যাক
উপকরণ:
– মধু ৩ চামচ
– দুধ ৫ চামচ

পদ্ধতি :
মধু আর দুধ মিশিয়ে স্ক্যাল্পে আর চুলে মেখে নিন। ৬৫ মিনিট পরে হালকা গরম জলে শ্যাম্পু করে নিন
সপ্তাহে একদিন করলেই উপকার পাবেন ভালো

মধু আর ডিমের
প্রোটিন প্যাক
উপকরণ:
– 6 টা ডিমের কুসুম
– 6 চামচ মধু
• চামচ বাদাম তেল
পদ্ধতি :
– বাটিতে সবকিছু ভালো করে মিশিয়ে নিন। চুলে ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করুন। ২০-২৫ মিনিট রেখে দিন।ঠান্ডা জলে মাথা ধুয়ে শ্যাম্পু করেফেলুন।
-সপ্তাহে ২ দিন করে নিয়ম করে একমাস করেই দেখতে হবে।

কলা আর মধুর
হেয়ার প্যাক
উপকরণ:
– 6/২ কাপ অরগ্যানিক মধু
– ২ টো পাকা কলা
পদ্ধতি :
– সব উপকরণ একসাথে মিক্সিতে পিউরি করে নিন।তারপর ভালো করে মাথায় ম্যাসাজ করুন।মিনিট পনেরো রেখে ধুয়ে শ্যাম্পু করে নিন
– দু সপ্তাহে ৬ বার করুন। ফল পাবেন

গরম মধু আর অলিভ
অয়েলের ট্রিটমেন্ট
উপকরণ:
6/২ কাপ অরগ্যানিক মধু,
– 6/8 কাপ অলিভ অয়েল
পদ্ধতি :
মধু আর অলিভ অয়েল হালকা করে গরম করে নিন। মাথার স্ক্যাল্পে আর চুলে ম্যাসাজ করে লাগান।২৫-৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
– সপ্তাহে ৬ দিন করুন। ড্রাই হেয়ারের
সমস্যা হবে ভ্যানিশ

মধু,নারকেল তেল
আর দইয়ের হেয়ার মাস্ক
উপকরণ:
– ২ চামচ টক দই
– 6 6/২ অরগ্যানিক মধু
– 6/২ চামচ নারকেল তেল


পদ্ধতি :
বাটিতে দই,মধু আর নারকেল তেল মিশিয়ে নিন।স্ক্যাল্পে আর চুলে ভালো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন ভালো ভাবে।
– উপকার পেতে সপ্তাহে ৬ দিন করে
করতেই পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *