চুলের যত্নে মেহেদি ব্যবহার করবেন যে ৬ কারণে করতে হবে

চুলের যত্নে মেহেদি ব্যবহার করবেন যে ৬ কারণে করতে হবে

প্রাচীন যুগ থেকেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেহেদি। নানাবিধ গুণ সম্পন্ন এই ভেষজটি যেমন প্রাকৃতিক উপায়ে চুল রঙ করতে পারে, তেমনি ঝলমলে চুল পেতে ও আমাদের সাহায্য করে। জেনে নিন কেন চুলের যত্নে ব্যবহার করবেন এই মেহেদি।

1

১। মেহেদিতে রয়েছে এমন কিছু গুণা গুণ যা মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে থাকা বিভিন্ন জীবাণু ও খুশকির সঙ্গে ও লড়াই করে। ফলে দূর হয় মাথার ত্বকের খুশকি ও চুলকানি।

২। খুশকি দূর করার পাশাপাশি ত্বকের পিএইচ লেভেল ও তেল নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে এই মেহেদি। ত্বকের বাড়তি তেল দূর করতে সক্ষম এই মেহেদী ।

৩। চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করতে পারে এই মেহেদী । পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধি ও।

4

৪। ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে এই ভেষজটি কার্যকর ভাবে ।

৫। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে ও মসৃণ করে তোলে মেহেদি।

৬। কালো চুলে মেহেদি ব্যবহার করলে আর ও কালো ও ঝলমলে হয়ে উঠে চুল। সাদা চুলে ব্যবহার করলে পাওয়া যায় চমৎকার রঙিন চুল কালার ।

জেনে নিন:

1

° মেহেদির সঙ্গে ডিম, তেল, লেবু, টক দই, আমলকী,  মেথি, জবা ফুল মিশিয়ে নিতে পারেন।

° যাদের চুল অতিরিক্ত রুক্ষ তারা খুব ঘন ঘন মেহেদির প্যাকটা ব্যবহার করবেন না। এতে চুল আর ও প্রাণহীন হয়ে পড়তে পারে ।

° এছাড়া চুল রঙ করতে চাইলে তিন থেকে চার ঘণ্টা মেহেদি রাখবেন চুলে

এমন আরো ভালো ভালো টিপস পেতে আমাদের সাথে থাকুন প্রতিদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *