জবা ফুল

জবা কি?

জবা একটি ফুলের নাম,  বাংলাদেশের মানুষের কাছে অনেক পরিচিত এই জবা ফুল। মাল্ভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ ফুল হল জবা ফুল।জবা ফুলের উৎপত্তি হয়েছিল পূর্ব এশিয়াতে এবং চীনে এই ফুলের নাম চীনা গোলাপ।

 

জবা ফুলের ইংরেজি নাম

জবা ফুলের বৈজ্ঞানিক নাম হল “হিবিস্কাস রোসা সিনেন্সিস”  এবং এক এক দেশে তার এক এক নাম যেমন, চীনাতে চীনা গোলাপ, এবং অন্যদেশে হাওয়াইয়ান হিবিস্কাস ইত্যাদি নামে এই জবা ফুল অনেক পরিচিত।

জবা ফুলের বৈশিষ্ট্য

জবা ফুল হল মাল্ভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ গুল্ম । জবা ফুলের গাছ উচ্চতায় (৮-১৬) ফুট এবং প্রস্থ (৫-১০ ফুট) এবং জবা ফুলের পাতা চকচকে এবং ফুল গুলা গাঢ় লাল বর্ণের হয়ে থাকে।কিন্তু শংকরায়নের ফলে বর্তমানে আমরা জবা ফুল দেখি সাদা,পিংক, অরেঞ্জ, হলুদ, নীল ইত্যাদি।  জবা ফুল দেখতে অনেক সুন্দর এবং এই ফুল গুলা সাধারনত বাংলাদেশে গ্রীষ্মকাল ও শরৎকালে ফোটে এবং এটি ৫ পাপড়ি ফুল।

 

জবা ফুলের উপকারিতা

জবা ফুলের অনেক উপকারিতা নিম্নে তা বর্ননা করা হল

 যাদের রক্ত চাপের সমস্যা আছে তাদের জন্য এটি অনেক উপকারি এটি এ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে।জবা ফুলের রয়েছে আরো নানা গুন এটি ডায়াবেটিক্স রোগীদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রনে সাহায্য করে, যাদের ত্বকে সমস্যা আছে তারা এটি ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন।অনেকে আবার নিজের ত্বকের বার্ধক্য কমাতে এই ফুল ব্যবহার করেন,কেউ কেউ আবার ওজন কমাতে , কিডনির সমস্যা সমাধানে এই ফুল ব্যবহার করেন।

 

চুলের যত্নে জবা ফুল

চুলের যত্নে জবা ফুলের ব্যবহার মানুষ করে আসিতেছে সেই আদিম কাল থেকে এবং ব্যবহার করে মানুষ অনেক উপকৃত হচ্ছে। আজ আমরা জানব কি ভাবে চুলে ব্যবহার করতে হয় জবা ফুল। প্রথমে আমরা কিছু জবা ফুল নিব যেটা আমাদের দেশে রক্ত জবা নামে পরিচিত , তারপর জবা ফুল আমরা নারিকেল তেলের সাথে পেস্ট তৈরি করে  মাথায় দিয়ে রাখব সারা রাত তারপর সকালে আমরা ঘুম থেকে উঠে গোসল করে নিব এভাবে কিছু দিন ব্যবহার করার ফলে আপনার চুল হয়ে যাবে অতুলনীয় সুন্দর এবং সিল্কি। চুল লম্বা করার জন্য জবা ফুলের ব্যবহার অনেক উপকারি , যখন চুলে তেল ব্যবহার করি আমরা তখন তেলের সাথে জবা ফুলকে আমরা তেলের মধ্যে ভিজিয়ে রাখব। ঐ জবা ফুলে ভিজিয়ে রাখা তেল রেগুলার ব্যবহার করলে আপনি দেখবেন আপনার চুল ধীরে ধীরে লম্বা হয়ে গেছে।

 

জবা ফুলের রস খেলে কি হয়

শুধু যে জবা ফুলের রস অন্য কিছুর সাথে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায় এমন নয়। শরীরের রক্ত শুন্যতা নিরসনে জবা ফুলের ভুমিকা অতুলনিয়। আপনি যদি কখনো রক্ত শুন্যতায় ভুগেন তা হলে জবা ফুলের রস খেলে আপনি উপকৃত হবেন,এতে রয়েছে আয়রন, জিংক এবং এন্টি এজিন উপাদান যার ফলে এটি কিছু দিন ব্যবহার করলে আপনার শরীরের রক্ত শুন্যতা কমে যাবে এবং আপনি হয়ে যাবেন সুস্থ।অনেকে আবার প্রশ্ন করেন খাব কি ভাবে? প্রথমে আপনি কিছু জবা ফুল নিয়ে সে গুলা কে পিষে রস বের করে নিবেন ঐ রস আপনি যদি খালি খেতে না পারেন তাহলে সাথে মধু অথবা টক ধইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন।

 

জবা পাতা খেলে কি হয়

জবা ফুলের মত জবা পাতার ও অনেক গুনাবলি রয়েছে। জবা মানুষের ক্ষুধা নিবারনে সাহয্য করে। জবা পাতা আপনার ক্ষুধা কমিয়ে দেয় যার ফলে যদি আপনি শরীরের ওজন কমাতে চান তাহলে জবা পাতা আপনার জন্য অনেক মুল্যবান একটি উপাদান।জবা পাতা ফুটিয়ে আপনি চা বানিয়ে তা পান করতে পারেন এবং এটি খাওয়ার কারনে ক্ষুধা কম লাগবে, চর্বি কমে যাবে এবং আপনার হজম শক্তি বারিয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *