জেলা নেতাদের বক্তব্যে রংপুরে বিএনপির গণসমাবেশ

রাজনীতি

জেলা নেতাদের বক্তব্যে রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু
রংপুরে বিএনপির গণ সমাবেশ শুরু হয়েছে আজ। সমাবে শস্থলে ঢুকছেন মানুষ রংপুরে বিএনপির গণ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে ঢুকছেন মানুষ। রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিক ভাবে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ শুরু হয়েছে আজ। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসু জ্জামানের সভাপতিত্বে সমাবেশে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন আজ।

প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মঞ্চে আসেননি।কালেক্টরেট ঈদ গাহ মাঠের পশ্চিম পাশে বানানো হয়েছে মঞ্চ। বিএনপির নেতা–কর্মীরা মিছিল নিয়ে কলেজ রোড হয়ে পূর্ব পারের গেট দিয়ে সমাবে শস্থলে ঢুকছেন। বিএনপির বিভাগীয় গণ সমাবেশ উপলক্ষে পূর্ব পাড়ার সামনে চলমান বাণিজ্য মেলাও আজ স্থগিত করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামিউল ইসলাম বলেন, নেতা – কর্মীদের ভ্যানে , অটো রিকশায় আসতে কষ্ট হয়েছে।

আরও পড়ুন

দিনাজপুর সদর থেকে মোটর সাইকেলে করে গতকাল শুক্রবার রাতে নেতা – কর্মীরা এসেছিলেন সম্মেলনে ।

সঙ্গে দুটি পিকআপ ভ্যানে ও বিএনপির কর্মী ও সমর্থকেরা ছিলেন। দিনাজপুর জেলা বিএনপির নেতারা বলছেন , সেখানে ১৩ উপজেলায় বিএনপির ২২ টি সাংগঠনিক কমিটি আছে। বিএনপির কর্মী মনোয়ার বলেন, তাঁরা দিনাজপুর থেকে মোটর সাইকেল ও দুটি পিকআপ ভ্যানে গতকাল রাতে রংপুর এসেছেন। চিরির বন্দরে ভ্যান দুটিতে পুলিশ আসতে বাধা দেয়। পরে অবশ্য তাঁরা আসতে পেরেছেন।

বিএনপির নেতারা বলছেন ,

আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও দিনাজপুর , পঞ্চগড় , লালমনিরহাট ,ও কুড়িগ্রাম থেকে নেতা – কর্মীরা ট্রেনে সমাবে শস্থলে এসেছেন আজ। কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কো বাদের নেতৃত্বে একটি বড় মিছিল সকালে সমাবে শস্থলে প্রবেশ করে। তিনি আরো বলেন, কুড়িগ্রামের বেশির ভাগ নেতা– কর্মী গত বৃহস্পতিবার ও গতকাল রংপুরে এসেছেন। গতকাল নেতা – কর্মীরা রবার্টসন স্কুল মাঠে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এ ছাড়া কুড়িগ্রামের চিলমারী , রাজারহাট , যাত্রাপুর , উলিপুরের নেতা – কর্মীরা নদী পথে তিস্তা পর্যন্ত এসে পরে মিছিল নিয়ে রংপুর শহরে এসেছেন।

সমাবেশ স্থলের সামনেই সকাল নয়টার দিকে শুয়ে ছিলেন বেশ কিছু নেতা – কর্মী।

তাঁদের একজন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। রবিউল আরো বলেন, তাঁরা ২৫০ থেকে ৩০০ নেতা – কর্মী আজ ভোরে তিনটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে করে এসেছেন । রংপুরে প্রবেশপথে পুলিশ তাঁদের বাধা দিলেও পরে ছেড়ে দিয়েছে।

রংপুর বিভাগীয় গণ সমাবেশের সমন্বয় কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, মাঠে নেতা – কর্মীদের উপস্থিতি খুবই উৎসাহ ব্যঞ্জক। কালেক্টরেট মাঠ এবং এর আশ পাশের এলাকা ছাপিয়ে আজ রংপুর সমাবেশের শহরে পরিণত হবে ইনশাআল্লাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *