ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

আপনার পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই হবে!
সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে তাই না । সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো… হবে

আপনার মুখের ত্বকের কালো দাগ দূর করতে ১১টি টিপস যা হলো যেমন!
একটি উজ্জ্বল সুন্দর মুখ মন্ডল সবাই চায় তাই না । ত্বকে কালো দাগ আমাদের কারো ভালো লাগে না , বিশেষত…

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায় রয়েছে।
অনেকের হাঁটুতে আর কনুইয়ে কালো দাগ হয়ে থাকে অনেক সময় এই দাগের কারণ বিভিন্ন হতে পারে। যেমন হলো…

মূখের ব্রণের দাগ দূর করতে ৪টি ঘরোয়া উপায় দিওয়া হল।
ব্রণ আমাদের জন্যে একটি কমন সমস্যা যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হয়ে থাকি ।

image

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে কয়েকটি টিপস
গরম চলে এসেছে। আর এই গরমে সস্তির জন্য হোক আর ফ্যাশনের জন্যই হোক, স্লিভলেস ড্রেস

ঘাড়ের কালো দাগ দূর করার কয়েকটি উপায় জানেন কি?
সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি অথবা অবহেলার কারণে আমাদের অনেকের ঘাড়ে কালো দাগ পড়ে। শরীরের…
ত্বকের যত্ন ঠোঁটে কালো দাগ দূর করতে প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয় হয় । মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগবে । আর হাসির প্রাণ হলো আপনার ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয় হয় । অনেক সময় ঠোঁটের রঙ নিয়ে আমাদের বিব্রত হতে হয়ে থাকে। ঠোঁটের বর্ণ কালচে বা ঠোঁটে কালো কালো দাগ পড়তে পারে ভিন্ন কারনে । কালো ঠোঁট মুখের সৌন্দর্যকে অনেক কমিয়ে দেয়। এমন হলে ভাবনার কিছু নেয় । আপনি ঘরোয়াভাবেই খুব সহজে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন । তাহলে আসুন জেনে নেই কিভাবে আমরা এ সমস্যা থেকে মুক্তি পেতে পারব।

image

ঠোঁটে কালো দাগ দূর করতে কয়েকটি টিপস

ঠোঁট কেন কালো হয় জানেন ?

বিভিন্ন কারণেই ঠোঁট কালো হতে পারে বা ঠোঁটে কালো কালো দাগ পড়তে পারে। যেমন- ব্যস্ত কর্মজীবন, স্ট্রেস, আবহাওয়ার পরিবর্তন, বাতাসের আর্দ্রতা, শারীরিক অসুস্থতা, তামাক সেবন, ধূমপান করা, কেমোথেরাপি, অতিরিক্ত ফ্লুরাইডের ব্যবহার, নিম্নমানের কসমেটিকসের ব্যবহার কারনে রাতে ঘুমানোর আগে লিপস্টিক না তুললে , সরাসরি সূর্যের আলো পড়লে, স্বাস্থ্যের প্রতি উদাসীনতা থাকলে।

image

ঠোঁটে কালো দাগ প্রতিকার করা যায়।

খুব সহজ কিছু পদ্ধতির মাধ্যমে আমরা ঠোঁটের হারানো গোলাপী রঙ ফিরিয়ে আনতে পারব । এর জন্য দামী কোনও প্রসাধনীর প্রয়োজন হবে না ।

১. প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের উপর লাগিয়ে প্রলেপ দিবেন । কিছুক্ষণ পর ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করবেন । এজন্য ব্রাশটিকে অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে ঠোঁট । এর ফলে ঠোঁটের এবং ঠোঁটের চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে, সতেজ ও সুন্দর হবে ঠোঁট এবং এর চারপাশ।

২. প্রতিদিন ঘুমাতে যাবার আগে অন্তত ২ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের জন্য কয়েক ফোঁটা লেবুর রস বাদাম তেলের সাথে মিশিয়ে নিবেন । এই ট্রিটমেন্টে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসতে সাহায্যে করবে । নিয়মিত ব্যবহারে খুব সহজেই কালো দাগ কমে যাবে ।

দাগ দূর করতে লেবুর রস বাদাম তেল যেমন হলো : লেবুর রসের সাথে মধু মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগালেও একই উপকার হবে । অ্যালোভেরা জেল এবং নারিকেল বেটে সাদা রস ঠোঁটে লাগাবপন । নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরে আসতে সাহায্যে করবে ।

৪. পুদিনা পাতা বেটে রস আলাদা করে নিয়মিত ঠোঁটে লাগাবেন । বরফের কিউব নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুবেন , পরে বাদাম তেল এবং অলিভ অয়েল মিক্স করে ম্যাসাজ করবেন । ঠোঁটের ন্যাচারাল কালার ফিরে আসতে সাহায্যে করবে ।

৫. দুধের সরের সাথে ডালিমের বিঁচির গুঁড়ো মিক্স করে ঠোঁটে লাগাবেন । এতে ঠোঁটে গোলাপী আভা আসবে সাহায্য করতে । এক্ষেত্রে সর না নিয়ে ঘি ব্যবহার করতে পারবেন ।

কালো দাগ দূর করতে দুধের সর এর সাথে ডালিম নিন এবং ৬. অল্প পরিমাণ চিনি এবং কোল্ড ক্রিম একসাথে মিক্স করে ঠোঁটের স্ক্রাব হিসেবে ব্যবহার করবেন । কোল্ড ক্রিমের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন । এর ফলে ঠোঁটের ন্যাচারাল কালার ফিরে আসতে সাহায্যে করবে

৭. প্রতিদিন বাইরে থেকে ফিরে এসে আপনার ঠোঁট থেকে লিপস্টিক বা লিপগ্লস তুলে ফেলবেন। তুলে ফেলতে সামান্য একটু তুলায় অলিভ অয়েল বা বাদাম তেল লাগিয়ে হালকা করে মুছে ফেলবেন । রাতে ঘুমানোর আগে অবশ্যই ঠোঁটের এই মেকআপ তুলে ফেলতে হবে ঠোঁট থেকে । আপনার ঠোঁট কালো হওয়ার জন্য এটা অনেক দায়ী।

৮. আমাদের ত্বকের অন্যান্য অংশের মত ঠোঁট থেকেও কিছুটা তেল উৎপন্ন হয়, একে বলে সেবাম তেল। এটা খুব প্রয়োজনীয়। ঠোঁটকে তাই সবসময়ই আর্দ্র রাখা দরকার হবে। বাইরে যাওয়ার সময় লিপবাম লাগিয়ে যেতে হবে। ঘরে থাকলে কোকো বাটার লাগিয়ে নিবেন। শুনে অবাক লাগতে পারে কিন্তু শুধু শীতকাল নয়, আপনার ঠোঁটকে গোলাপী রঙের করতে হলে সারা বছরই পেট্রোলিয়াম জেলি লাগাতে পারুন । ঠোঁটের আর্দ্রতা রক্ষায় এটা দরকার।

৯. গোলাপের মত ঠোঁট পেতে চাইলে গোলাপ ব্যবহার করব না, তাই কি করে হয়? কিছু গোলাপের পাপড়ি নিবেন এবং দুধে ভিজিয়ে রাখবেন । কিছুক্ষণ পর পাপড়িগুলো বেটে নিয়ে পেস্ট তৈরি করুবেন । এতে কয়েক ফোঁটা মধু আর গ্লিসারিন দিবেন । এবার পেস্টটা আপনার ঠোঁটের উপর ১৫ মিনিট রেখে দিবেন । এক টুকরো তুলা দুধে ভিজিয়ে পেস্টটি তুলে ফেলবেন । নিয়মিত ব্যবহারে অসাধারণ রেজাল্ট পাওয়া যাবে।

ঠোঁটে দাগ দূর করতে গোলাপের পাপড়ি দুধ নিবেন এবং ১০. গাজরের রস করে একটা বাটিতে নিয়ে, তুলা দিয়ে ঠোঁটে লাগাবেন । এতে খানিকটা স্যাফরন মিশিয়ে নিতে পারুন । এতে ঠোঁটের আর্দ্রতাও ফিরে আসবে, রঙও ফিরবে একই সাথে হবে

ঠোঁটে কালো দাগ দূর করতে গাজরের রস নিবেন এবং ১১. কমলার খোসা নিয়ে ঠোঁটে লাগাবেন অথবা কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তাতে খানিকটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারুন ।

১২. শসার রস ঠোঁটকে গোলাপী করতে বেশ কার্যকরী। শুধুমাত্র ৫ মিনিট প্রতিদিন শশার রস ঠোঁটে ম্যাসাজ করবেন এবং ফলাফল নিজেই দেখে নিবেন ।

১৩. টমেটো পেস্ট করে নিবেন এবং এর সাথে ক্রিম মিক্স করে লাগান অথবা টমেটো পেস্টে তৈরী করে ঠোঁটে লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *