ত্বকের যত্নে অনেকেই অনেক কিছু ব্যবহার করেন। তার মধ্যে প্রকৃতিক এক উপাদান হলো অ্যালোভেরা। ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। ত্বকের যত্ন এক জাদুকরি উপাদান হলো অ্যালোভেরা। আমাদের ত্বকে বিভিন্ন সমস্যার সমাধান করে অ্যালোভেরা। বিশেষ করে গরমের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের একটি উপাদান। এমনকি এটি ত্বক ঠান্ডাও রাখে।
অ্যালোভেরা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে যেমন- কালচে দাগ, ব্রণ দাগ, কালো ও উজ্জ্বল দাগ, পিগমেন্টেশন হালকা করতেও সাহায্য করে। তবে অনেকেই জানেন না, ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম সম্পর্কে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন-
১) অ্যালোভেরা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন একটি ফেসপ্যাক। অ্যালোভেরা ও ভিটামিন-সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এই ফেসপ্যাক মুখে ১০ মিনিট রেখে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে লেবুর রস ব্যবহার করবেন না।
২) অ্যালোভেরা, হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। গরম ত্বকের জন্য মধু একটি চমৎকার উৎপাদন। এজন্য ১ চিমটি হলুদ, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু ও কয়েক ফটো গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার ত্বক দাগ মুক্ত হবে ও উজ্জ্বল হবে।
৩) টক দই ও অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন একটি বিশেষ ফেসপ্যাক। এই প্যাক ত্বকের আদ্রতা ও উজ্জ্বলতা দুইটি বাড়াতে সাহায্য করে। আপনার ত্বক যদি শুষ্ক হলে এই প্যাকে মধু ব্যবহার করুন। আর তৈলাক্ত ত্বকে লেবু ব্যবহার করুন। এই ফেসপ্যাকটি ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা সবার ত্বক উজ্জ্বল করবে তবে তা নয়। ডার্মাটোলজিস্টদের মতে, অ্যালোভেরায় থাকা অ্যালোসিন নামক পদার্থ সত্যিই ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, তবে তা সবার জন্য প্রযোজ্য নয়।
কারণ এই অ্যালোসিন অনেকের ত্বকের চুলকানি বা জ্বালাপোড়ার কারণ হয়ে উঠতে পারে। তাই অ্যালোভেরা মুখে ব্যবহার করার আগে হাতে বা কানের পেছনে অবশ্যই ব্যবহার করে প্যাচ টেস্ট করে নিতে পারেন।