আমাদের প্রত্যেকেরই ত্বকের নানা ধরনের সমস্যা দেখা দেয়। ত্বকের সমস্যা থেকে বাঁচতে এবার বাজারে চলিত প্রোডাক্ট নয়, ব্যবহার করুন ঘরোয়া ফেসপ্যাক পেঁপের তৈরি ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যত্ন নিন। পেঁপেতে থাকা একাধিক উপকারী উপাদান ত্বকের ময়লা দূর করে ও উজ্জল করতে সাহায্য করে। এর সঙ্গে দূর করে ত্বকের নানা সমস্যা। তাই আজ রইলো পেঁপের ফেসপ্যাক।
ধুলাবালি ও ময়লা জমে অনেকের ত্বকে স্পট পরে, সঙ্গে ড্রাই স্কিন, ডাক সার্কেল, ব্লাক হেডসের মতো সমস্যা তো আছেই। সমস্যা থেকে বাঁচতে এবার বাজারে প্রোডাক্ট নয়, ঘরে তৈরি করুন পেঁপের ফেসপ্যাক। তাহলে জেনে নিন পেঁপের সাহায্যে কিভাবে ত্বকের যত্ন নিবেন-
পেঁপের ফেসমাক্স-
পেঁপে দিয়ে তৈরি ফেসমাক্স ব্যবহার করতে পারেন। প্রথমে একটি বাটিতে পেঁপে চটকে নিন। এবার এর সঙ্গে মধু ও দুধ মেশান। এবার ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।এবার ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। হালকা ঘষে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার ফলে ত্বক নরম হয়, আর দূর হবে ত্বকের রুক্ষ ভাব। পেঁপের ফেস মাক্সটি সাপ্তাহে তিনদিন ব্যবহার করবেন।
ক্লিনজার হিসেবে-
ত্বক পরিষ্কার রাখার জন্য পেঁপের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। প্রথমে পেঁপে চটকে নিন, তারপর এরমধ্যে শসার রস ও ভিটামিন ই তেল ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি মুখে লাগান ১৫ মিনিট পর হালকা ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের ভেতরে জমে থাকা সকল ময়লা দূর হবে এই ফেসপ্যাক ব্যবহারের ফলে, ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। পেঁপের ফেসপ্যাকটি ভালো ক্লিনজার হিসেবে কাজ করে।
ডার্ক সার্কেল দূর-
প্রথমে একটি বাটিতে পাকা পেঁপের সঙ্গে আধা চা চামচ হলুদ গুড়া নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে নিন, ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন। এই প্যাকটি ব্যবহারের ফলে ত্বকের ডার্ক সার্কেল দূর হবে ও ত্বক হবে দাগ মুক্ত।