দারুন মাজার মাছের চপ
শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছা হচ্ছে। গরম গরম চপ খেলে কেমন হয়? কিন্তু বেরোতে ইচ্ছা করছে না? অল্প সময়ে বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে মাছের চপ।
কী ভাবে বানাবেন সেই চপ? ঘরে কয়েকটি উপকরণ থাকলেই হল।
দারুন মাজার মাছের চপ তৈরি করুন ঘরে থাকা উপকরন দিয়ে
উপকরণ:
• রুই মাছ: তিন টুকরো
• পেঁয়াজ কুচি: এক কাপ
• রসুন কুচি: আধ কাপ
• লঙ্কা কুচি: তিনটি
• টমেটো কুচি: এক কাপ
• গোলমরিচ গুঁড়ো
• নুন
• বিস্কুটের গুঁড়ো
• ময়দা
• তেল
প্রণালী:
তিনটি টুকরো মাছ সেদ্ধ করে নিন। তার পর কাঁটাগুলি ছাড়িয়ে নিন।
মাছটি ভাল করে চটকে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, নুন আর ময়দা দিয়ে মেখে নিন। কড়াইয়ে একটু তেল দিয়ে মাছ সাঁতলে নিন।
পুরটা তৈরি হয়ে গেলে গোল গোল করে চপের আকার দিন। তার পর ভাল ভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভাজুন। এর পর চায়ের সঙ্গে গরম গরম মাছের চপ পরিবেশন করুন।