দেশে টেলিগ্রাম অ্যাপে বিভ্রাট
যোগাযোগ ভিত্তিক অ্যাপ টেলিগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে এখন । ব্যবহারকারীরা অভিযোগ করেছেন বুধবার (১৬ নভেম্বর ) রাত থেকে টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করতে ঝামেলা হচ্ছিল। বারবার চেষ্টা করে প্রবেশ করা গেলে ও ব্যবহারে জটিলতা ছিল অনেক বলে এটি দিয়ে কার ও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না । বৃহস্পতিবার সকাল ( ১৭ নভেম্বর ) থেকে টেলিগ্রাম একেবারে ব্যবহার করা যাচ্ছে না বলে ব্যবহাকারীরা অভিযোগ করে ।
বৃহস্পতিবার সকাল থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ , টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ( বিটিআরসি ), ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি ) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ফোরামে যোগাযোগ করে কেন এই বিভ্রাট , সে বিষয়ে এখনো কোন ও তথ্য জানা যায়নি । তবে এ বিভ্রাট বিশ্বের অন্য কোন ও দেশে হয়েছে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক কোন ও গণমাধ্যমে এখন কোন ও সংবাদ পাওয়া যায়নি । টেলিগ্রাম অ্যাপের বিভ্রাটের বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান , ‘ দেশে টেলিগ্রাম অ্যাপ বন্ধ কিনা এমন কোন ও তথ্য ও আমাদের কাছে নেই। তবে গতকাল রাত থেকে ব্যবহারকারীরা টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করতে পারছেন না বলে শুনেছি আমরা ।’
নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে দেশের একটি মোবাইল অপারেটরের দায়িত্বশীল এক কর্মকর্তা বেস্ট অফ টু ডে কে বলেন, ‘বুধবার রাত থেকে টেলিগ্রাম অ্যাপে সমস্যা হচ্ছিল । সকাল থেকেই এতে প্রবেশ করা যাচ্ছে না । মোবাইল ফোন ব্যবহারকারীরা আমাদের কাছে এর কারণ জানতে চাইছে । আমরা ও জানি না কী হয়েছে টেলিগ্রামে
প্রসঙ্গত , টেলিগ্রাম হচ্ছে একটি যোগাযোগ ভিত্তিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ । অ্যাপটির সুবিধা হলো এটি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ব্যক্তি কম্পিউটার (পিসি) , লিনাক্স অপারেটিং সিস্টেম , ম্যাক এবং অ্যান্ড্রয়েড ও আইওএস – এ ব্যবহার করা সম্ভব । অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন থাকায় নিরাপদে ব্যবহারের জন্য এটির জনপ্রিয়তা বাড়ছে অনেক । কিছুদিন আগে ফেসবুক , মেসেঞ্জার , ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিলে টেলিগ্রাম অ্যাপ হয়ে ওঠে বিকল্প রাস্তা । সে সময় টেলিগ্রাম অ্যাপের গ্রাহক অনেক বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো খবর প্রচার করা হচ্ছে ।