নরম তুলতুলে আলুর পরোটা তৈরির রেসিপি

নরম তুলতুলে আলুর পরোটা তৈরির রেসিপি

আলু দিয়ে তৈরি করা যায় বিভিন্ন ধরনের পদ। আজকের রেসিপিতে রয়েছে আলু পরোটা। এটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আলুর পরোটা ছোট-বড় সকলের খুব পছন্দ করবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে বানাতে হবে এই আলু পরোটা-

maxresdefault-1

আলুর পরোটা তৈরি করতে যা যা লাগবে-

উপকরণঃ

  • আলু – ৬-৭ টি
  • ময়দা – ২ কাপ
  • কাঁচা মরিচ – ৪ টি
  • ধনেপাতা – পরিমাণমতো
  • গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
  • মাখন – স্বাদমতো
  • লবণ -স্বাদমতো

20201215-182445

আলুর পরোটা যেভাবে তৈরি করবেন-

প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিন। তারপর একটি বাটিতে আলুগুলো নিয়ে ভালোভাবে চটকে নিন। এবার একটি ব্লেন্ডারে কাঁচামরিচ ও ধনেপাতা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আলুর মিশ্রণের সঙ্গে কাঁচামরিচের মিশ্রণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। ময়দার সঙ্গে আলুর মিশ্রণ মিশিয়ে খামির তৈরি করে নিন।

20201215-182445

এখন পরোটার মতো করে বেলে নিন। চুলায় একটি প্যান বসিয়ে মাখন দিয়ে পরোটা গুলো ভালোভাবে ভেজে নিন।

সস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু আলুর পরোটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *