নারিকেল নাড়ু তৈরির সহজ রেসিপি

নারিকেল নাড়ু খেতে কে না পছন্দ করেন। এটি এতোটাই মুখোরোচক যে ছোট-বড় সবাই খেতে ভালোবাসে। বিভিন্ন  উৎসব-অনুষ্ঠানে নারকেলের নাড়ু রাখার প্রচলন আছে।বিশেষ করে হিন্দুদের বিভিন্ন পূজা-পার্বণে নারকেলের নাড়ু অবশ্যই রাখা হয়। এছাড়া অবসরের ছোট খিদে মেটাতে নাড়ু কমবেশি সবার ঘরেই থাকে। যারা নারিকেল নাড়ু খেতে  পছন্দ করেন তারা খুব সহজে তৈরি করতে অনুসরণ করুন এই রেসিপিটি –

Pompi Das. বানিয়েছেন নারকেল নাড়ু (narkel er naru recipe in Bengali)- কুকপ্যাড

তৈরি করতে যা যা লাগবে :

উপকরণ :

  • ভাজা তিল আধা কাপ
  • ভাজা চালের গুঁড়া ১ কাপ
  • গুড় ১ কাপ
  • কনডেন্স মিল্ক আধা কাপ
  • কোড়ানো নারকেল ২ কাপ
  •  ঘি ২ টেবিল চামচ
  •  এলাচ গুঁড়া আধা চা চামচ
  • তেজপাতা ২টি ও
  • দারুচিনি ২ টুকরো

নারিকেল নাড়ু তৈরি পদ্ধতিঃ

প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে ঘি গরম করে তাতে দারুচিনি-তেজপাতা দিয়ে অল্প সময় নেড়ে নিন।এরপর মিশিয়ে দিন নারকেল ও গুড়। অল্প আঁচে নাড়ুন কিছুক্ষণ।নারিকেলের পানি শুকিয়ে আসলে দিয়ে দিন তিল,  চালের গুড়া ও এলাচ গুঁড়া। ২-৩ মিনিট নাড়তে হবে। যখন কিছুটা আঁঠালো হয়ে আসবে তখন দিয়ে দিন কনডেন্স মিল্ক

Pompi Das. বানিয়েছেন নারকেল নাড়ু (narkel er naru recipe in Bengali)- কুকপ্যাড

নামানোর আগে কনডেসমিল্ক  দিলে নাড়ু খুব নরম হবে ও সহজেই জোড়া লেগে যাবে। অল্প সময় নেড়েই চুলা থেকে নামিয়ে নিন। এবার মিশ্রণ গরম থাকতেই নাড়ু বানিয়ে নিতে হবে।

এজন্য হাতের তালুতে সামান্য ঘি মেখে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে দু’হাত দিয়ে চেপে চেপে গোল বলের আকৃতিতে নাড়ুগুলো তৈরি করে নিন। নাড়ু বানানোর আগে মিশ্রণ থেকে  তেজপাতা দারচিনি উঠিয়ে ফেলে দিন। সবগুলে নাড়ু এই ভাবে তৈরি করুন।তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই সেট হয়ে যাবে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে নারকেলের নাড়ু।ব্যস,তৈরি হয়ে গেল মজাদার নারিকেল নাড়ু।

Pompi Das. বানিয়েছেন নারকেল নাড়ু (narkel er naru recipe in Bengali)- কুকপ্যাড

মজার মজার রেসিপি পেতে হলে আমাদের সাথে থাকুন ধ্যনবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *