পর্দা উঠলো জি-২০ সম্মেলনের চিত্র

পর্দা উঠলো জি-২০ সম্মেলনের চিত্র

ইউক্রেন যুদ্ধের মধ্যেই শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ গুলোর মধ্যে জোট জি -২০ এর শীর্ষ সম্মেলন। ১৫ নভেম্বর মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে আনুষ্ঠানিকভাবে এবারের সম্মেলন শুরু করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদে ।

সম্মেলনের সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আকাশযুদ্ধের ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কেননা , এই সংঘাত ভূ -রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে তোলার পাশা পাশি দুনিয়াজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে বহুগুণ । এবারের জি -২০ সম্মেলনে ও বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ।

image

নিজের ভাষণে জি -২০ সম্মেলনের আয়োজন করা ইন্দোনেশিয়ার জন্য একটি অনেক বড় সম্মানের বিষয় বলে উল্লেখ করেন জোকো উইদোদো।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সম্মেলনটি শুরু হওয়ার আগের দিন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী অনেকক্ষণ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও শি জিনপিংয়ের সঙ্গে ওকথা বলেছেন।

6

এবারের সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়াল মাধ্যমে ও কোন ও বৈঠকে অংশ নেবেন কিনা সেটি ও নিশ্চিত নয় এখনো ।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরজেলে নস্কিভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানান । যদি ও তার দেশ এই জোটের কোন সদস্য নয়।অংশগ্রহণ কারীদের চূড়ান্ত তালিকা নিয়ে বাইডেন কোন সন্তুষ্ট কিনা – এমন প্রশ্ন এড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান ।

image

তিনি আরো বলেন , এই শীর্ষ সম্মেলনটিকে বাইডেন ইউক্রেন যুদ্ধের পরিণতি মোকাবিলায় বিশ্বের প্রধান অর্থনীতির দেশ গুলোর নেতাদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তারা । খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং ঋণ সংস্কারসহ বাস্তবিক বিষয় গুলোর ওপর তিনি জোর দেবেন বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *