প্রিয় নবী (স)-এর নাম ও গুণাবলীর বৈশিষ্ট্য।

প্রিয় নবী

ايها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله باذنه

وسراجا منيرا (احزاب : ٤٦،٤٥)

(ইয়া আইউহান নাবীয়ু ইন্না-আরসালনাকা শা-হিদাও ওমুবাশশারাও ওয় নাযীরাও ওয় দা’ঈয়ান ইলাল্লা-হি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা)

অর্থ ঃ হে নবী! নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভয়প্রদর্শনকারী, আল্লাহর দিকে আহবানকারী— তার অনুমতিক্রমে এবং উজ্জল এক আলোকবর্তীকা হিসাবে।” (সূরা আহযাব : ৪৫, ৪৬)

পবিত্র কোরআন ও হাদিসসমূহে প্রিয় নবী (স) এর যে সমস্ত নাম ও গুণাবলী উল্লেখ রয়েছে মুসলিম ওলামাদের অনেকেই তার উপর স্বতন্ত্র কিতাব লিখেছেন।

3

বোখারী শরীফে বর্ণিত আছে, রাসূল (স) বলেছেন, আমার নাম পাঁচটি : (১) মুহাম্মদ (২) আহমদ (৩) মাহী (৪) হাশের ও (৫) আকেব । হাফেজ ইবনে হাজর উল্লেখ করেন যে, হাদীসসমূহে বর্ণিত নাম ও গুণাবলীর মধ্যে নিম্নোক্ত গুণগুলো খুব বিখ্যাত ও প্রিসিদ্ধ (১) আল মুতাওয়াক্কিল (২) আল মুখতার (৩) আল মোস্তফা (৪) আশশাফিউল মুশাফা (৫) আস সাদেকুল মাসদুক ।

এখানে উল্লেখ্য যে, হুজুর পাকের নাম ও গুণাবলী নিছক রসম বা প্রচলিত প্রথা অনুসারে নয়- (যেমন আমাদের সমাজে পিতা মাতারা নিজেদের ইচ্ছা

ও পছন্দমত নাম রাখে আর বন্ধু বান্ধব ও সঙ্গী সাথীরা যে কোন উপাধিতে ইচ্ছা করে তা ডাকে) বরং এসব নাম ও গুণাবলী তাঁর জীবন, আখলাক ও আমলসমূহের সাথে গভীর সম্পর্কপূর্ণ।

যেমন, মুহাম্মদ যার আলোচনা সর্বদা সদগুণ ও প্রশংসার সাথে হয়ে থাকে। আর আহমদ : যে ব্যক্তি আল্লাহতা’আলার প্রশংসা বর্ণনায় সর্বপেক্ষা অধিক নিয়োজিত থাকে।

এতে কোন সন্দেহ নেই যে, প্রিয় নবী নেকবান্দাদের জন্য সুসংবাদ প্রদানকারী ‘মুবাশশির’ ও ‘বাশীর’ আর কাফির মশরিকদের জন্য ‘মুনযির’ ও ‘নাযীর’ অর্থাৎ ভয় প্রদর্শনকারী কিয়ামতের দিন তিনি সত্যপন্থী ও মিথ্যাপন্থী উভয়ের জন্য ‘শাহেদ’ ও ‘শহীদ’ অর্থাৎ সাক্ষী হবেন।

সত্য দর্শী চক্ষু ও সত্য শ্রবনকারী কর্ণের জন্য তিনি মুখারির অর্থাৎ উপদেশ প্রদানকারী। আর সত্যপথ হতে বিপথ গামীদের জন্য ‘হাদী’ অর্থাৎ সঠিক পথ প্রদর্শনকারী।

image

আল্লাহ তা’আলার ইবাদত ও আনুগত্য হতে পলায়নকারী ও দূরে অবস্থানকারীদের জন্য তিনি দায়ী ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি আহবান কারী। আর তার আগমন বিশ্বাসীদের জন্য আল্লাহর ‘রহমত’ বা অনুগ্রহ। মুর্খতা ও শিরকের অন্ধকার দূরীকরণে তিনি ‘নূর’ বা আলো।

আর আল্লাহর পয়গাম বা বার্তা বিশ্ববাসীদের নিকট পৌঁছানোর জন্য তিনি ‘নবী’ ও ‘রাসূল’ অর্থাৎ সংবাদ বাহক ও দূত। বিপদ আপদ ও দুঃখ বেদনায় তিনি ‘আযীয’।

আর মানব জাতির জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য রাউফ ও ‘রাহীম অর্থাৎ দয়ালু। তাঁর আহবান সত্যের আহবান এবং তার ব্যক্তিত্ব ‘সাদেক’ ও ‘আমীন’ অর্থাৎ সত্যনিষ্ঠা ও আমানতের প্রতীক। কোরআন হলো শেষ পয়গাম, তাই তিনি ‘খাতামুন্নাবিয়ীন বা শেষ নবী।

তাঁর নবুওত বিশ্বব্যাপী তাই তিনি ‘তোয়া-হা ও ইয়াছীন বিশ্ব বাসীর জন্য ‘বাশীর’ ‘নাযীর’ অর্থাৎ সুসংবাদ দাতা ও সতর্ককারী। দ্বীন ও ধর্মীয় জগতের রাজকীয় মর্যাদার অধিকারী হয়েও তিনি কম্বল ওয়ালা ফকির ভাই তিনি ‘মুযাম্মিল’ ও ‘মুদ্দাসসির। অনন্তর এতসব পূর্ণতা ও গুণাবলী সত্ত্বেও তিনি 11125) (আমি একজন মানুষ মাত্র) ও

(যখন আল্লাহর বান্দা দাঁড়াল) এ আয়াতের প্রয়োগ ক্ষেত্র। আল্লাহ তায়ালার উপর নির্ভর করা তাঁর স্বভাব তাই তিনি ‘মুতাওয়াক্কিল বা নির্ভরকারী। তিনি আল্লাহর মনোনীত, পছন্দনীয় ও সান্নিধ্যপ্রাপ্ত বলে ‘মুস্তফা ও ‘মুজতবা’।

আর নেককারদের জন্য আশশাফিউল মুশাফফা এবং জীবনের প্রতিটি শাখা ও অংশে তিনি আসাদেকুল মাসদুক অর্থাৎ সত্যবাদী ও সত্যের উপর নিষ্ঠাবান। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

لیا مدت – لب و لب صل وسلم وبارك عليه اللهم.

পবিত্র কোরআনে হযরত মুহাম্মদ (স) এর নাম ও গুণাবলী

কোরআন মজীদের যে সমস্ত আয়াতে হযরত মুহাম্মদ (স) এর নাম ও গুণাবলী বিশেষভাবে উল্লেখ রয়েছে তার বিবরণ নিম্নে দেওয়া গেল।

সুরা-আয়াত।

image

১। মুহাম্মদ ঃ আল ইমরান ১৪৪, আহযাব ৪০ মুহাম্মদ-১, আল ফাতহ ২৯, ২। আহমদ : আছছক-৬, ৩। আবদুল্লাহ হাদীদ -৯, জিন-১৯, কাহফ ১, ৪। শাহেদ ঃ আলফাতাহ- ৯, আহযাব-৪৬, মুযযাম্মিল -১৫, ৫। মুবাশশির : আহযাব -৪৬, আলফাতাহ-৯, ফুরকান-৫৬, ৬। বাশীর ঃ নিসা- ১৯, আরাফ-১৮, হুদ-২, সাবা-২৮, ফাতির -২৪, ৭। নাযীর : বাকারা ১১৯, আনকাবুত-৫০, নিসা-১৯, আরাফ-১৮৮, হুদ-২, হিজর – ৮১, ফাতির -২৩, ২৪, ৩৭, ৪২, ৪৬, আলফাতাহ-৯, আযযারিয়াত- ৫০, ৫১, মূলক -৮, ৯, ১৭, ২৬, ফুরকান-৫৬, সাবা- ২৮, ৪৬, ছোয়াদ ৭, আহকাফ- ৫, ৮। শাহীদ বাকারা – ১৪৩, নিসা-৪১, নাহল-৮৯, হজ্জ -৭৮, ৯। আবদুহু : ফুরকান-১, বনী ইসরাঈল -১, ১০। মুযাককির আলগাশিয়া -২১, ১১। সিরাজুমমনীর ঃ ফাতির -৪৬, ১২। দায়ীইলাল্লাহ : ফাতির – ৪৬, ১৩। হারুন : ইউনুস – ১০৮, ১৪। আযীযুন ঃ তাওবাহ ১২৮, ১৫। রাউফুন : তাওবাহ ১২৮, ১৬। রাহীম : তাওবাহ ১২৮, ১৭। আমীন : দুখান – ১৯, ১৮ নূর : মায়েদা- ১৫, ১৯। নি’মাতুন : বাকারা- ২৩১, নামল – ৮১, ২০। হাদী : রূম – ৫৩, ২১। রাহমাতুন ঃ আম্বিয়া – ১১৭, ২২। তোয়াহা : তোয়াহা -১, ২৩। ইয়া সীন ঃ ইয়াসীন- ১,২৪। মুযযাম্মিল : মুযযাম্মিল-১, ২৫। মুদ্দাসসির : মুদ্দাসসির ১, ২৬। মুনযির : নামল – ৯২, ২৭। খাতামুন নাবিয়্যীন : আহযাব ৪০, ২৮। নাবী : আলে ইমরান- ১৬১, মায়েদা- ৮১, আরাফ-১৫৭, ১৫৮, আনফাল- ৬৪, ৬৫, ৬৭, ৭০, তাওবা-৬১, ৭৩, ১১৩, হুজরাত-২, আহযাব-১, ২৮, ৩২, ৩৮, ৪৬, ফাতির- ৫০, ৫২, তাহরীম- ১, ৩, ৮, ৯, তালাক-১, মুমতাহিনা- ১২, ২৯। রাসূল : বাকারা ১৪২, ২৫০, আলে ইমরান -২৩, ৮১, ৮৬, ১০১, ১৩২, ১৫৩, ১৭২, ১৭৯, ১৮৩, নিসা- ১৪, ৫২, ৬১, ৬৪, ৬১, ৮০, ১০০, ১১৫, ১২৬, ১৭০,মায়েদা- ১৫, ৩২, ৪১, ৫৫, ৫৬, ৬৭, ৮২, ৯২, ৯৯, ১৪০, আ’রাফ ১৫৭, ১৫৮, আনফাল – ১, ১২, ২৪, তাওবা – ১, ২, ৭, ১৬, ২৪, ২৬, ২৯, ৩৩, ৫৪, ৫৯, ৬৩, ৬৫, ৮০, ৮১, ৮৪, ৮৬, ৮৮, ৯১, ৯৪, ৯৭, ৯৯, ১০৫, ১০৭, ১২৮, নাহল – ১১৩, বনী ইসরাইল- ৯৩, হজ্জ-৭৮, মু’মিন- ৭৮, যুখরফ -২৯, আনকাবুত- ১৮, হুজরাত- ১,৩, ৮, ১৪, ১৫, আলফাতাহ- ৯, ১২, ১৩, ১৭, ২৬, ২৭, ২৮, ৯৬, আহযাব – ৬, ২১, ২৯, ৩১, ৩৩, ৩৬, ৪০, ফাতির- ৫২, ৫৭, ৭১, দুখান- ১৪, ১৯, হাদীদ- ৭,৮, ২৯, মুজাদালা- ৫,৮, ৯, ১২, ১৩, ২০, ২২ মুহাম্মদ- ৩২, ৩৩, মুনাফিকূন- ১, ৭, ৮, তাগাবুন- ৮, ১২, ফুরকান- ৭, ২৭, ৩০, ৪১, জ্বালাক ১১, জুমাহ – ২, ছফ – ৯, ১১, ৬৬, হাশর- ৪, ৬, ৭, ৮, মুমতাহিনা – ১, জিন- ২২, ২৮, আল হাক্বক্বাহ – ৪২, নূর- ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৬, ৬২, ৬৩,।

নতুন নতুন আরো ঘটনা পেতে আমাদের ওয়েবসাইট এ নজর রাখুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *