ফানি পোস্ট

ফানি পোস্ট

বড়িশালের স্কুলের এক বাচ্চা ছেলে মৌখিক পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে
বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে –
বাবা : এরোই তুই
কিসে কিসে হেল কইচ্চস?
ছেলে :ইংরাজি, ইতিহাস আর
শরীরচর্চায় হেল কইচ্চি।
বাবা :ইংরাজিতে হেল কইচ্চস
কিল্লাই?


ছেলে: টিচার আঁরে কয় ট্রানস্লেশন
কর- তোমার
মা করিম মিয়ার লগে ঘুরতে যায়। আঁই
কইছি,আঁর মা কি খারাপনি যে করিম হা
মিয়ার লগে ঘুরতে যাবে?
বাবা : ইতিহাসে হেল কইচ্চস
কিল্লাই ?
ছেলে : টিচার আঁরে জিগায়, পানি
পথের
যুদ্ধ কেন হয়েছিল ? আঁই কইছি, স্থল পথে
সুবিধা কইরতারে নাই ইরল্লাই পানি
পথে
যুদ্ধ।
বাবা : শারিরিক শিক্ষায় হেল কইচ্চস
কিল্লাই।
আত পাও লারি চারি
দিলেইতো ফাশ করন যায়।
ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত
তোল,


আঁই তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই
তুইলচি। হেরপর কয় বাম পা তোল, আঁই
তুইলচি হেরপর কয় ডাইন পা তোল, আঁই
কইচি চাইর আত পাও তুলি আই কি আর হা
নুনুর উপর খাড়াইতামনি?
বাবা : হুনলাম অংক আর বাঙলায়ও হেল
কচ্চস। অংকে হেল কচ্চস কা?
ছেলে – অসৎ ব্যবসার প্রশ্ন কচ্চে দেহি
আমি উত্তর দিই নাই। প্রশ্ন কচ্চে ২০
টাকা সেরে ১০ সের দুধ কিনে ৩ সের হা
পানি মিশিয়ে আবার ২০ টাকা করে
বিক্রি করলে কত লাভ হবে। আর বাপ
দাদা চৌদ্দপুরুষ এই ব্যবসা কোনদিন
করেনি আর কত্তনো কোনদিন। আমি
উত্তর


দিই নো। দুধে পানি মিশায়  আবার লাভ চায় কেরে
সব মানলাম…বাংলায় হেল কল্লিকা?
ছেলে – ডাক্তারি প্রশ্ন কচ্চে আই
কেমনে হারুম। প্রশ্ন কচ্চে, লিঙ্গ
পরিবর্তন কর। আমি কইলাম লিঙ্গ পরিবর্তন আমি করতে পারিনি ডাক্তারের কাম। আমি কেমনে করতাম। পরে দেখি স্যার বেহুঁশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *