বন্ধুতের কিছু অনুভুতি
নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক বন্ধুত্ব…..এমন অনেকেই আসবে বন্ধু সেজে আপনার পাশে বসবে। আপনার কষ্ট গুলো ভাগ করে নেবে। নিঃসন্দেহে আপনাকে দেখাবে সে আপনার পরম আপন এক বন্ধু।
…সময়ের ব্যবধানে কালের পরিবর্তনের মতোই একদিন নিজেকে পরিবর্তন করে বলবে অনেক ব্যস্ত আমি।খোঁজ নিতে পারি না তাই।হয়তো আপনিও ভাববেন যে হয়তোবা আমার বন্ধুটা আজ ব্যস্ত।কিন্তু আস্তে আস্তে আপনি ঠিকই বুঝতে পারবেন যে আসলে কিন্তু ব্যাপারটা তা নয়।…..তারা এসেছিল তাদের ফ্রী সময়টা আপনার সাথ।
কথা বলে আড্ডা দিয়ে তাদের সময়টা পার করার জন্য। আসলে আপনি তাদের লাইফের তেমন কিছু না যেমনটা আপনি তাদেরকে ভাবে।খুব মজার বিষয় এই যে আমরা অনেকেই অল্পকিছুদিনের বন্ধুত্বের মধ্যে অনেক বিশ্বাস নিয়ে আসি।
বন্ধুতের কিছু অনুভুতি
কিন্তু মানুষ বলে না প্রতিটা সম্পর্কের বয়স দেখতে হয়না দেখতে হয় সম্পর্কের গভীরতা কতটুকু।……পাঁচ বছরের ভালোবাসা যেমন বিচ্ছেদ আসে ঠিক তেমনি দুই মাসের ভালবাসায় অনেক সময় বিয়ে পর্যন্ত গড়ায়।ঠিক তেমনি
পাঁচ বছরের বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ আসে আবার দু মাসের বন্ধুত্বের মধ্যে অটুট বিশ্বাস চলে আসে।বন্ধু নিঃসন্দেহে এমন একটা জায়গা যেখানে আমরা পরিবারের কাছে সবকিছু শেয়ার করতে না পারলেও অনায়াসে বন্ধু কাছে শেয়ার করতে পারি।
…….আমাদের প্রতিটি সম্পর্ক আমাদের জন্ম থেকেই নির্ধারিত হয়ে আসে। মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন ইত্যাদি জন্ম থেকে নির্ধারিত হয়ে আসে।
বন্ধুতের কিছু অনুভুতি
কিন্তু বন্ধু এমন একটা জায়গা যেখানে বন্ধুগুলো আমরা নিজেরা বাছাই করি। আমরা নিজেরা নিজেরাই বেছেনি।কে আমার বন্ধু হওয়ার যোগ্য আর কেউ আমার বন্ধু হওয়ার যোগ্য না।
অনেক সময় দেখা যায় ওনেকে টাকায় দেখে বন্ধুত্ব করে। আবার অনেক সময় দেখা যায় কোটিপতির বন্ধুত্ব হতে পারে গরিবের সাথে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা চাই না তারপরও সে আমাদের বন্ধু হয়ে যায়।…….
বন্ধুতের কিছু অনুভুতি
বন্ধুত্বে কখনো র্শত হয় না। আর যে বন্ধুত্ব শর্ত হয় সেটা কখনো বন্ধুত্ব হয়না।বন্ধুত্বের মত র্শত থাকলে আপনি ভাবতে পারেন আপনার বন্ধুত্ব কিছুদিনের মধ্যেই গায়েব হয়ে। যে কোনো কারণ আপনার একটা ভুলের কারণে সে আপনাকে ছেড়ে চলে যাবে।
…….প্রকৃতপক্ষে বন্ধু তো সেই যার সাথে কথা বলতে হলে আমাদের ভাবতে হয় না যে তার সাথে আমি এই কথাটা বলতে পারব কিনা। বন্ধু তো সেই যার সাথে আমরা ছোট্টবেলা সে হাসি মজা ঠাট্টা করতে পারি যেখানে আমাদের যেখানে আমাদের এক মুহূর্তের জন্য ভাবতে হয় না যে কথাটা আমরা বলতে পারব।
বন্ধুতের কিছু অনুভুতি
সে আমার বন্ধু তার সাথে আমি সব কিছু বলতে পারি সবকিছু শেয়ার করতে পারি।………বন্ধু তো সে যে আপনার কষ্ট গুলো ভাগ করে নেয়।আপনার মনের কথাগুলো জানতে চেষ্টা করে। আপনার ভালো মন্দ খেয়াল রাখে সে কখনো আপনার সামনাসামনি আপনার তারিফ করবো না।
এরকম ঐরকম এটাই তো বলবো না। আপনার সব সময় যে খারাপ দিক গুলি আছে আপনার আঙ্গুল দিয়ে চোখে। দেখা গেছে বন্ধুত্ব কিন্তু সেনা যে আপনার ভালো-খারাপ সব কিছুতে একই মত হয়েছে।আর না না এটা ঠিক আছে এটা তুমি করতে পারো তুমি অনেক ভালো কাজ করতেছে।
বন্ধুতের কিছু অনুভুতি
না প্রকৃতপক্ষে বন্ধু কিন্তু সে যে আপনার খারাপ কাজে কখন আপনার সঙ্গে দিব না। বরঞ্চ আপনার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে……
..একটা ভালো বন্ধু সেই হয় যে আপনাকে দ্বীনের দাওয়াত দিবে। আপনার সাথে দিনের সম্পর্কে কথা বলবে।
একটা ভালো বন্ধু আপনাকে যেমন এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। একটা খারাপ বন্ধু আপনি দুনিয়া থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে।…..