বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন জানতে হবে

বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন জানতে হবে

১। অ্যাংগেজমেন্টের আংটি পড়ানো = খ্রিস্টান রীতি

২। গায়েহলুদ = হিন্দু রীতি

৩। যৌতুক = হারাম, এই নেওয়া উচিত নয়। মানুষ বলে সামাজিক রীতি

৪। ঝাকজমক লাইটিং = লোক দেখানো রীতি

৫। ২০০-৩০০ লোক নিয়ে বরযাত্রা করা= শ্বশুরবাড়ির উপর জুলুম করা খুব খারাপ রীতি

৬। বিশাল অংকের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই = মুনাফিকি রীতি।

★আপনার বিবেকের কাছে প্রশ্ন____

★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?-
আপনি কী মরেছেন?

★গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-
তার কি পা নেই?’

★বর মুখে রুমাল দিবে কেন?
লজ্জা বেশি?
পুরুষ হয়ে এতই লজ্জা !
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

★বরকে হাত ধোয়াতে হবে কেন?
সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি??
নাকি তার হাতে প্যারালাইজড!!

★মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি?
তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে?

★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন?
আরে তোমার ছেলে বউ পালতে পারবে না তাহলে বিয়ে করাইতাছেন
কেন?- নাকি ছেলে বিক্রি করছেন নাকি?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।.

★মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন?-
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি?

★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?-
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে হু? !

★দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
নাকি চরিত্রের দোষ আছে!!!!

★দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন এইটা কেন?
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে?

★নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন?
মেয়েরা কী হিজড়া হয়ে গেছে?’
অনাচার গুলো আর কারো নয়___আমাদেরই তৈরী!
আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি!

★তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়াত বিরোধী ও ফালতু সামাজিক রীতি নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি যে আল্লাহ পাক আমাদের হেদায়েত দিন ।

আল্লাহ আমাদের সবাইকে এসব কুপ্রথা পরিহার করার তৌফিক দান করুন

আমাদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন প্রতিদিন।

10 thoughts on “বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন জানতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *