বাংলাদেশ দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়েই যাচ্ছে

গতকাল রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে চলন্ত প্রাইভেট কারের ওপর গার্ডারটি পড়ে। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গাড়িটির ওপর থেকে গার্ডারটি সরান উদ্ধারকর্মীরা। এরপর প্রাইভেট কারের মধ্যে পাঁচজনের মৃত দেহ পাওয়া যায়।

মৃত্যু দেহগুলো উদ্ধারের পর রাত পৌনে আটটার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন আরো , নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু রয়েছে। তাঁদের সবার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

নাটোরে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।রবিবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামে। বেলা একটায় অন্য দুর্ঘটনাটি ঘটে সিংড়া উপজেলার আজাদ দরগা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে ।

বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হওয়া নারীর নাম মাজেদা বেগম।অন্যদিকে সিংড়ায় ট্রাকের ধাক্কায় মারা যাওয়া পথচারীর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁর বয়স ৪৫ বছর।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নটাবাড়িয়া গ্রামে আজ সকাল নয়টায় নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন মাজেদা বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু ঘোন না করে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রী উঠানোর সময় তিনটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছে। আজ রবিবার বেলা পৌনে তিনটার দিকে মহাসড়কের কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

উদ্ধারকারীরা জানান, নিহত দুজনের মধ্যে একজন শিশু, বয়স পাঁচ–ছয় অনুমানিক দ্বারা করা হয়েছে। অন্যজন তরুণ, বয়স আনুমানিক ২২–২৩ বছর হবে। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। সংঘর্ষের ঘটনায় তিন বাসের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

খুলনায়  ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক শাহিনুর রহমান (৪৫) নিহত হয়েছেন। ওই ঘটনায় ট্রাকে থাকা আটটি গরু মারা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে খুলনা ও সাতক্ষীরার সীমান্তবর্তী কাঞ্চনপুর এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহিনুর রহমানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। ট্রাকটি সাতক্ষীরা থেকে ১৮টি গরু নিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। আর ইমাদ পরিবহনের বাস যাত্রী নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে ওই দুর্ঘটনা ঘটেছে।

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে ব্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার মুখোমু‌খি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। ঐই ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শ‌নিবার দুপুর দেড়টার দিকে সিলেট-তামা‌বিল আঞ্চ‌লিক মহাসড়কের আসামপাড়া মস‌জিদের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিলো । পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *