বিয়ের পরে রূপচর্চা

বিয়ের আগের রূপচর্চা করা

সামনে আপনার বিয়ে, আপনার ত্বক অবশ্যই সবার মনোযোগ আকর্ষণ করতে চাইবেন তাই না কিছু রূপচর্চা, আপনার জীবনের… অনেক গুরুত্বপূর্ণ

বাসায় নিজে নিজেই করে ফেলুন ঈদ পরবর্তী ফেসিয়াল আপনার মন মত
ঈদের সময়গুলোতে আপনার ঘরে যেমন অনেক কাজ থাকে আবার পার্লারগুলোতেও অনেক ভিড় থাকে তাই নিজে নিজে করে ফেলুল। তাই এই…

rup

ব্রাইডাল মেহেদি
বিয়ের সিজন চলছে এখন ! আজ গায়ে হলুদ তো কাল বিয়ে আর বিয়ে মানপ রূপচর্চা । এই উৎসবের দিনগুলোতে মেহেদি ছাড়া হাত… থাকে

কাজের মাঝে চটজলদি রূপচর্চা
অফিসে কাজের চাপ, নিজের যত্ন নেওয়ার সময় পায় না।

চকলেটে রূপচর্চা
শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকে সবাই । মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে… ভালো লাগে না।

হবু মায়ের রূপচর্চা
মা হওয়ার আনন্দ আশঙ্কা দুইই আছে। অনেকেই এই অবস্থায় এসে নিজেদের রূপচর্চার বিষয়টি ভুলে যান।… তাই না
খুব ধুমধাম করে তো বিয়ের পর্ব শেষ হয়ে থাকে এখন আর এই বিয়েকে ঘিরে নানা প্রস্তুতির সাথে সাথে তো স্কিনের কেয়ার টাও ঠিক মতোই নিওয়া যায় না আশা করি। নয় তো বিয়েতে তো আর সুন্দর লাগার সম্ভবনাটুকুও শেষ হয়ে যায়। ভাবচ্ছেন বিয়ের ঝামেলা শেষ এখন আর কি হাফ ছেড়ে বাঁচলেন তো! আসলে এই সময় তা আর বেশি গুরুত্বপূর্ণ। বিয়ের আনুষ্ঠানিকতায় একগাদা মেকাপ, হেয়ার স্টাইল এসবের কারণে ত্বক এবং চুল দুটোই প্রাণ খুলে শ্বাস নিতে পারবে না । তাই বিয়ের সময় অনেক গর্জিয়াস এবং সুন্দরি বউ মেকাপ তোলার পরেও যেন একই রকম সৌন্দর্য বজায় রাখতে পারেন তাই নিয়ে আজ কিছু কথা হবে। আপনাদের সবাই কে।

image

শুরুতেই বিয়ের পরে কীভাবে যত্ন নিতে হবে তা নিয়ে বলার আগে প্রথমে আসা যাক হলুদের পর্বে কিভাবে কি করতে হবে । এই দিন তো খুব একটা মেকাপ না নেয়া হলেও হলুদ সামান্য হলেও ছোঁয়া হয় তাই না । স্কিনে হলদেভাবের কারণে বেশির ভাগ সময় মেকাপ করলে দেখতে ভালো লাগবে না। তাই গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করার পর আপনি নেমে পড়ুন এই হলদে ভাব তোলার যুদ্ধে!! যত তারাতাড়ি হলুদ তোলা যায়।

Sale • Face Wash, Face wash/Cleanser, Day/Night Cream

COSRX Low Ph Good Morning Gel Cleanser

Boots Essentials Cucumber Eye Ge

Some By Mi– Snail Truecica Miracle Repair Starter Kit

Beaute melasma-x 3D Whitening Clinic Multi Set

Beaute Melasma X Aha-Bha Brightening Foam Cleansing
Simple Kind To Skin Eye Make-Up Remover

হলুদ শেষে শাড়ি চেঞ্জ করে বড় গলার ম্যাক্সি পড়ে নিবেন । এবং মেকাপ রিমুভার দিয়ে মেকাপ তুলে নিবেন । এবার এমন একটি প্যাকের কথা বলব যেটা ত্বক থেকে হলদে ভাব তুলে দিতে সাহায্য করবে এবং ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিবে আপনাকে।

image

এর জন্য যা যা লাগবে-

কোকোনাট মিল্ক ১ চা চামচ।
লেবু ২ চা চামচ।
টক দই ২ চা চামচ।
মধু ২ চা চামচ।
র মিল্ক ২ চা চামচ
চালের গুঁড়ো ৪ চা চামচ
সব উপকরণ মিশিয়ে নিবেন । এবার মেকাপ তোলার পর মুখ, ঘাড়, হাত-পা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবেন । এবার পরিষ্কার মুখে-ঘাড়ে- হাতে-পায়ে পুরো প্যাক লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুবেন । প্যাকটি একটু ভেজা ভেজা অবস্থায় হাতের তালুতে সামান্য র মিল্ক নিয়ে মুখ এ হালকা করে ম্যাসাজ করতে থাকবেন দেখবেন মেকাপ রিমুভের পরেও আরো রেসিডিউ বেরিয়ে আসছে। এভাবে ১০ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে নিবেন । ব্যস এবার ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন । তারপর মেহেদী লাগাতে বসে পড়বেন । একটি কথা, এই প্যাকটি কিন্তু কেবল হলদে ভাব দূর করতেই নয় ত্বকে গ্লো এনে দিবে নিয়মিত ব্যবহারে করলে । কাজেই বিয়ের পরে আপনি চাইলে এই প্যাক ইউজ করে যেতে পারবেন ।

রাতটা কেটে গেলেই তো রিসিপশনের প্রস্তুতির পালা আসবে । সময় মতো পার্লারে যাওয়ার আগে ত্বককে ময়েশ্চারাইজ করে অবশ্যই সানস্ক্রিন মেখে বের হতে হবে । মেকাপ করতে বসে খেয়াল করেছেন নিশ্চয়ই ত্বকের উপর একগাদা প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়েছে আপনার মূখে তাই না ।

আর এই দিনটিতে চুলও তো বাদ যায় না! স্ট্রং হেয়ার স্প্রে, টিজ, কার্ল করা স্বাভাবিক হলেও চুলের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে যখন নতুন বাড়িতে উঠবেন তখন নিশ্চয়ই হুট করে রান্না ঘরে ঢুকে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে বসে থাকতে পারবেন না! তাই লাগেজে নারকেল তেল, লোশন, চালের গুঁড়ো, মুলতানি মাটি, মধু এমন কিছু উপাদান একটি বক্সে গুছিয়ে রেখে নিবেন আগে থেকেই সব নিয়ে রাখু

রাতে শোবার আগে মেকাপ তুলে চালের গুঁড়োর সাথে সামান্য পানি মিক্স করে স্ক্র্যাব করে নিব। এবার মুলতানি মাটির সাথে মধু এবং লেবুর রস মিক্স করে মুখে লাগিয়ে নিব। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমোতে চলে যাব। এই প্রক্রিয়াটি খুব সহজ এবং অল্প উপকরণেই সম্ভব তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সপ্তাহে ৩ দিন এই প্যাকটি কন্টিনিউ করতে থাকুন।

রাতে চুলের জট ছাড়াতে গিয়ে চুলের সর্বনাশ করে বসবেন । যেন। চুল থেকে ক্লিপ কাটা খুলে নারকেল তেল নিয়ে চুলে লাগিয়ে নিব। ভালো করে লাগাবেন। এরপর কিছুক্ষণ সময় নিব। তারপর দেখবেন একাই সিঁথি কেটে তেল স্ক্যাল্পেো লাগাতে পারবেন। এভাবে সারা রাত রেখে দিব। পরদিন সকালে উঠে চুলে হালকা করে চিরুনি বুলিয়ে নিব। তারপর সাধারণ নিয়মে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিব। এরপর ৩ দিন গ্যাপ দিয়ে চুলের জন্য প্রোটিন প্যাক লাগিয়ে নিব।

ঘন কোকনাট মিল্ক ৪ চা চামচ
২ টি ডিম
মধু – ২ চা চামচ
কলা ২ চা চামচ
ভালো করে মিক্স করে নিব। পুরো চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখবেন। পুরোপুরি শুকাতে দিবেন না। তাহলে শ্যাম্পু করলেও কলা যেতে চাবে না। তাই ২ কাপ পানিতে ১ চা চামচ শ্যাম্পু গুলিয়ে নিব। এই তরল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন

ব্যস হয়ে গেল চুলের যত্ন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *