বিয়ের সাজের টিপস
বিয়ের দিনটা প্রতিটি নারীর জীবনেই সেরা দিনগুলোর একটি দিন । তাই সব নারীই চায় যাতে এই দিনটিতে যেন তাকে সবচাইতে বেশি সুন্দর দেখায়। ঠিক এমন একটি পারফেক্ট লুক, যাতে যে দিক থেকে বা এঙ্গেল থেকেই ছবি তোলা হোক না কেন, প্রতি ফোটোগ্রাফ যেন সুন্দর আসবে ।
খেয়াল রাখবেন আপনার মেকআপের দিকে যাতে সেটা অনেক মনে না হয়। এবং সেটা যেন পুরো অনুষ্ঠান জুড়ে ঠিক ঠাক থাকে, গলে বা ফেটে না যায়। দামী পার্লার থেকে মেকআপ করানোই কি খুব দরকার ? একদম নয়। বরং আপনাকেই জানতে হবে গোপন কিছু টিপসগুলো। এগুলো না জানলে দামী মেকআপও কাজে আসবে না!
১। মেকআপে ন্যাচারাল লুকঃ
পারফেক্ট বিয়ের সাজের মূলমন্ত্র হচ্ছে , একেবারেই ন্যাচারাল লুক মনে হয় এমন একটি সাজ বেছে নিন। কেননা ঐতিহ্যগত ভাবেই বাংলাদেশের কনেরা বেশ জমকালো শাড়ী ও গহনা পরে থাকে।
তাই সাজটাও যদি অতিরিক্ত জমকালো হয় তাহলে পুরোই জবরজং লাগতে পারে আপনাকে । তাই বিউটিশিয়ানকে বলুন যাতে ন্যাচারাল মনে হয় এমন একটি সাজে সাজিয়ে দিতে আপনাকে।শুধু মুখই নয় গলা, হাত, পা সমানভাবে সাজিয়ে দিতে বলবেন । নয়তো মুখের ত্বকের তুলনার গলা, হাত, পা বেমানান দেখাতে পারে ।
২। মেকাপের পর কয়েকটি ছবি তুলে দেখুনঃ
কি রকম হয়
মেকআপ করারপর বিয়ের সাজেই কয়েকটি ছবি তুলে ফেলবেন । ছবিতে দেখুন কোন অংশটি খারাপ দেখাচ্ছে, মেক আপ সব জায়গায় ঠিক মত বসেছে কি না, কোন অংশ বেশি সাদা মনে হচ্ছে কি না বা কালো লাগছে কি না । সেক্ষেত্রে শুধরে নেবার সময় থাকবে আপনার কাছে । তাই হাতে যথেষ্ট সময় নিয়ে পার্লারে সাজতে যেতে হবে আপনাকে ।
৩। বিয়ের আগে ত্বকের যত্নঃ
বিয়ের সপ্তাহ খানেক আগেই ত্বকের বিশেষ যত্ন নেয়া শুরু করে দিবেন । হাত পায়ের ওয়াক্সিং, ফেশিয়াল, চুলের ট্রিটমেন্ট আগেই করে ফেলবেন । নয়তো বিয়ের আগে একসাথে সব কাজ করতে গেলে এগুলো আপনার গোটা সাজকেই মাটি করে দিবে ।বিয়ের ঠিক এক বা দু দিন আগে ভ্রু প্লাক করবেন । বিয়ের দিন সাজার সময় ভ্রু প্লাক করতে গেলে সেখানে দ্রুত মেকআপ করার সময় ভ্রুর জায়গাটিতে যন্ত্রণা, চুলকানি, লাল হয়ে যাবার মত সমস্যা হবে। যা আপনার সুন্দর লুককে নষ্ট করে দেবার জন্যে ঠিক ।
৪। কনট্যাক্ট লেন্স পরে নিবেন মেকআপের আগেইঃ
আপনি যদি চোখের রঙ পরিবর্তনের জন্যে অন্য কনট্যাক্ট লেন্স পরতে চান, তাহলে তা মেকআপ করার আগেই পরে ফেলতে হবে । কেননা, কনট্যাক্ট লেন্স পরার সময় চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়তে পারে, যা আপনার চোখের পানি মেকআপ এর ক্ষতি করতে পারে।
৫। পোষাক ও গহনা নির্বাচনে সচেতন থাকবেনঃ
পোষাকের ফেব্রিক, রঙ ও গহনা নির্বাচনে সচেতন থাকতে হবে । অন্য কাউকে এই রঙ বা ধরনের পোষাক ভালো লেগেছে বলেই যে আপনাকেও ভালো লাগবে তা কিন্তু না এমন কোন কথা নেই। তাই চেষ্টা করবেন আপনাকে মানায় এমন ফেব্রিকের ও রঙের পোষাক ও গহনা পরবেন ।
৬। তৈলাক্ত খাবার ও মানসিক চাপ থেকে দূরে থাকবেন ঃ
আপনি নিশ্চয়ই চাইবেন না যে, বিয়ের দিন আপনার মুখে ব্রণ বা র্যাশ থাকবে । তাই নিয়মিত ত্বকের যত্ন নেয়ার পাশাপাশি ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, ভাজাভুজি ও মানসিক চাপ থেকে দূরে থাকবেন । প্রচুর ফল ও সবজি খাবেন ও মেডিটেশন করবেন। বিয়ের অনুষ্ঠানের আগের রাতে পর্যাপ্ত ঘুমাবার চেষ্টা করবেন ।
এতে আপনার ত্বকে ব্রণ বা অন্য কোন সমস্যা হবার সম্ভাবনা থাকবে না। বিয়ের দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাবেন যাতে কোনো সমস্যা না হয়। খুব তারাতাড়ি খাবার খেয়ে ফেলবেন কারন দেরি করে খেলে পেট ভরা থাকবে সাজতে অসুবিধা হতে পারে।