বিয়ের সাত মাসের মধ্যেই কন্যা সন্তানের বাবা- মা হলেন রণবীর- আলিয়া
বলিউডের কাপুর ও ভাট পরিবারে এলো কাঙ্ক্ষিত সেই আনন্দের মুহূর্তটি। অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই সুখী দম্পতি। রবিবার (৬ নভেম্বর) একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট ।
মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বেলা ১২টা ৫ মিনিটে রণবীরসিং – আলিয়ারভাটের কন্যা পৃথিবীর আলো দেখেছে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
রণবীর ও আলিয়ার পক্ষ থেকে ও একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, ‘আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান এসেছে, কী জাদুকরী এক কন্যা আমাদের ! সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি আজ ! সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ।
রবিবার (৬ নভেম্বর) সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয় ছিল । সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে রণবীর সার্বক্ষণিক তার পাশেই রয়েছেন।
এছাড়া দুই পরিবারের সদস্যরা ও ছুটে আসেন হাসপাতালে। আলিয়ার বাবা মহেশ ভাট হাসপাতালে এসে অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘একটা নতুন সূর্যদয়ের অপেক্ষায় আজ । জীবনের একটি সতেজ ঝিকি মিকি শিশির বিন্দু।’
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়াভাটকে । এর দুই মাস পরই তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে আলো করে । বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীরকাপুর –আলিয়ারভাটের ঘর আলোকিত করলো ।