বিরোধীরা আন্দোলন করলেও কাউকে যেন গ্রেফতার না করা হয়। জানালেন প্রধানমন্ত্রী

বিরোধীরা আন্দোলন করলেও কাউকে যেন গ্রেফতার না করা হয়। জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানালেন, ‘আন্দোলন করে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতিকর হয়ে উঠবে। আমরা সেটা সামাল দিতে পারবো’

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বিএনপির চলমান আন্দোলনে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে আন্দোলন করার। তারা আন্দোলন করছে। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।”

১৪ আগস্ট (রবিবার) আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ বৈঠক অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো জানালেন , “আন্দোলন করে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতিকর হয়ে উঠবে । আমরা সেটা সামাল দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।”

রাশিয়া ও ইউক্রেন এর যুদ্ধের কারণে পাল্টা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে—রাশিয়াকে শায়েস্তা করার জন্য,কিন্তু দেখা যাচ্ছে, শায়েস্তা হচ্ছে সাধারণ মানুষেরা। শুধু আমরা নই,দক্ষিণ এশিয়া, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য,প্রত্যেকটা মহাদেশও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ সাধারণ মানুষদের দুর্ভোগ করতে হচ্ছে। প্রভাব পড়েছে জিনিসের ওপর।”

তিনি বলেন, “সারা বিশ্বের মানুষই ভুক্তভোগী,শুধু আমরা একাই নই । সাধারণ মানুষদের যে কষ্ট হচ্ছে সেটা আমরাও উপলব্ধি করতে পারছি । আরও কী কী করতে পারি আমরা সেই কষ্ট লাঘবের জন্য , তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমরা মানুষের কষ্টটা যে বুঝি না, তা না। আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে আন্দোলন করার। আন্দোলন করছে তারা। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি নির্দেশ দিয়েছি—তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে গ্রেফতার যেন না করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে বিরোধীরা, আমি আসতে দেবো। আজকেও আমি নির্দেশ দিয়েছি—তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার তাদের কাউকে গ্রেফতার যেন না করা হয়, বিরক্ত করা না হয়। তারা আন্দোলন করতে চায়, করুক। অসুবিধা কী?”

প্রধানমন্ত্রী আরও জানালেন , “আমরা যে আন্তরিকতার সঙ্গে মানুষের জন্য যে কাজ করতেছি, সেটা দেশের মানুষ বুঝে এবং জানে। হ্যাঁ না কথা বলবে। বিরোধী দল যখন সুযোগ পাচ্ছে, সেটা কাজে লাগাতে চেষ্টা তারা করবেই। কিন্তু তারা যদি বেশি করতে চায়, এর প্রভাবে দেশের মানুষের কষ্ট তো আরও বাড়বে। এটা তাদেরও বোঝা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *