বিসি সি আইয়ের নতুন সভাপতি রজার বিনি ।

বিসি সি আইয়ের নতুন সভাপতি রজার বিনি ।

সৌরভ গাঙ্গুলী যুগ শেষে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে রজার বিনি অধ্যায়। সিদ্ধান্তটা অবশ্য আগেই নেওয়া ছিল। আনুষ্ঠানিকতাটুকুই শুধু বাকি ছিল। আজ হয়ে গেল তা-ও। সর্বসম্মতিক্রমে ভারতীয় ক্রিকেটের ৩৬তম সভাপতি নির্বাচিত হলেন বিনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় শাহ, কোষাধ্যক্ষ আশিষ শেহলার, সহসভাপতি রাজিব শুক্লা এবং সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেভাজিত সাইকিয়া। আগের বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে দেওয়া হয়েছে আইপিএল সভাপতির দায়িত্ব।সৌরভের সভাপতি পদে বহাল না থাকাটা নিশ্চিতভারতের হয়ে ২৭ টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন সাবেক অলরাউন্ডার বিনি। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। বিনি ছিলেন সেই বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও।

image

বিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন সদ্য সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেছেন, ‘আমি রজারকে (বিনি) শুভকামনা জানাচ্ছি। নতুন দায়িত্বপ্রাপ্ত দল বিসিসিআইয়ের দায়িত্ব দারুণ কিছু মানুষের হাতে

সংস্থাকে সামনের দিকে এগিয়ে নেবে।

আছে।’হয়েছিল আরও আগেই। আরেক মেয়াদে সভাপতি

সৌরভের সভাপতি পদে বহাল না থাকাটা নিশ্চিত হওয়ার লক্ষ্যে মনোনয়নও জমা দেননি ভারতের সাবেক এই অধিনায়ক। শুরুতে অবশ্য সভাপতি হওয়ার দৌড়ে জয় শাহর নামই বেশি শোনা

যাচ্ছিল।

পরে জানা গেছে, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি বিনিই হচ্ছেন ভারতীয় ক্রিকেটের নতুন অধিকর্তা। বিসি  সি আইয়ের আজকের সাধারণ সভায় তাই আজ আর নতুন কোনো চমকের দেখা মেলেনি। আগে থেকে তৈরি করে রাখা চিত্রনাট্য অনুযায়ী সবকিছু ঘটেছে।বিনিকে শুভকামনা জানিয়েছেন যুবরাজ সিং, মোহাম্মদ আজহার উদ্দিনের মতো সাবেক ক্রিকেটাররাও। টুইটারে যুবরাজ লিখেছেন, ‘বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ায় জনাব রজার বিনির প্রতি আমার শুভকামনা রইল। আমি নিশ্চিত আপনার অভিজ্ঞতা থেকে বিসি সি আই খুব ভাল কিছুই পাবে এবং বিসিসিআই উপকৃত হবে।’

kidnape-1

বিদায়ের সময় আগের সভাপতি সৌরভকেও অভিনন্দন জানান কিংব্দন্তি যুবরাজ, ‘বিসিসিআইয়ের সভাপতি হিসেবে ভালভাবে নিজের মেয়াদ পূর্ণ করায় সৌরভ গাঙ্গুলীকে জানান আন্তরিক অভিনন্দন।

ভারতের সাবেক অধিনায়ক আজহার নতুন সভাপতি বিনি সম্পর্কে বলেছেন, ‘সে (রজার বিনি) একজন দারুণ মানুষ। আমি তার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি এবং আমাদের দারুণ কিছু স্মৃতি আছে।’অন্য দিকে কেন্দ্র থেকে সরে এখন রাজ্যে ফিরতে যাচ্ছেন সৌরভ। বিসিসিআই সভাপতি পদে নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করার পর সৌরভ

image বলেছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে নির্বাচন করবেন। এর আগেও বিসিসিয়াই আর সভাপতি হবার আগে সৌরভ দাদা পশ্চিমবঙ্গ এর রাজ্য ক্রিকেটের অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ছিলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *