ভালোবাসালে আঁকরে ধরতে শিখো🖤

ভালোবাসালে আঁকরে ধরতে শিখো🖤

লোকটির বয়স ৮৫। যখনই কোথাও যায়, তখনই সে তার স্ত্রীকে হাত ধরে টেনে সাথে করে নিয়ে যায় লোকটি।

আমি তাকে জিগ্যেস করলাম, আপনার  স্ত্রীর এমন বিভ্রান্ত অবস্থা কেন? সে কি একা একা কোথাও যেতে পারে না এই কথা বলল? সে উত্তর দিলোঃ সে একজন আলঝেইমার রোগে আক্রান্ত ।

আমি বললাম, আপনি যদি তাকে ছেড়ে চলে যাও, তাহলে সে কি খুবই কষ্ট পাবে? সে উত্তর করল, আমার স্ত্রী কিছুই মনে করতে পারে না….আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই আমাকে আর চেনে না সে।

বিস্মিত হয়ে বললাম, তারপরও প্রতিদিন তুমি তাকে হাত ধরে গাইড করে নিয়ে যাচ্ছ,সে তো তোমাকে চেনেই না!

বর্ষীয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকালো।তারপর বলল, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার জীবনের ভালোবাসা!

আমাদের জীবনের সবথেকে সুন্দর এবং মধুর সম্পর্ক হলো ভালোবাসা, আর এই সুন্দর এবং মধুর সম্পর্কটা তৈরী হয় পরস্পরের প্রতি বিশ্বাস, যত্ন, ঘনিষ্ঠতা, আকর্ষণ এবং স্নেহের মধ্যদিয়ে তৈরি ।

ভালোবসলে আঁকড়ে ধরতে শিখে।এই সম্পর্ক টা তো এমনি হওয়া দরকার। যদি শুখের সময় মানুষটার পাশে থাকো দুঃখের সময়ও তারই সাথে থাকতে শিখো।একবার তাকে জিবনে পেয়ে গেলে তথন তুমি নিজের ধন্য মনে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *