মাঠে নামছে বিএনপি বড় কর্মসূচি নিয়ে
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে, বিএনপি খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির দাবি এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য যুগপৎ আন্দোলনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে । রাজপথের মাটি কামড়ে থাকতে চায় দলটি সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে। এ লক্ষ্যে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জোটভুক্ত দল এবং জোটের বাইরেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ।
বিএনপি একটি বড় আন্দোলন গড়ে তুলতে চায় সবাইকে একই প্লাটফরমে নিয়ে এসে । এ জন্য কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে খুব শিগরই । তথ্য জানা গেছে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে।
সংক্রমণ কমে আসায় করোনা মহামারিসংক্রান্ত বিধিনিষেধ উঠে যাচ্ছে আজ থেকে । বিএনপিসহ সরকারি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি স্থগিত ছিলকরোনার বিধিনিষেধ জারির পর থেকে । আজ থেকে আবারও বিএনপি সক্রিয় হচ্ছে রাজনীতির মাঠে ।
আন্দোলনের ধরন কেমন হবে এই প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা জানান, আপাতত গ্যাস, বিদ্যুৎ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন করা হবে। এসব কর্মসূচির একটি খসড়া তৈরি করা হয়েছে, যা আজ চূড়ান্ত হবে জাতীয় স্থায়ী কমিটির সভায় । সংবাদ সম্মেলনে জানানোর কথা রয়েছে কর্মসূচি দু-একদিনের মধ্যে । কর্মসূচি চূড়ান্ত করছে রাজপথে অন্যদলগুলো নামার জন্য।
দলীয় সূত্র থেকে জানা যায়, একটি প্ল্যাটফরমে নিয়ে আসতে চাইছে সরকারবিরোধী সব দলকে — বিএনপির হাইকমান্ড । এ কারণে ২০-দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার দীর্ঘ বৈঠক হয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমানের সঙ্গে ।
রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে ২০ দলের শরিক লিডারের ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদের রুদ্ধদ্বার বৈঠক হয় ঐক্য ও আন্দোলন গড়ার বিষয়ে। এতে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয় দুদলের মধ্যে। একই সঙ্গে দুদলের নেতারাই অঙ্গীকার করেন আগামী দিনে একসঙ্গে পথ চলার বিষয়ে ।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার কাজ শুরু করেছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের বাইরের । ইতোমধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শেষ অন্তত ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে । নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে আন্দোলন ইস্যুতে তারা এ ঐক্য গড়তে চায়।
আরও ২৫টি বিরোধী রাজনৈতিক দল ও বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে আলোচনার কথা রয়েছে শুক্রবারের মধ্যে । রোববার ঐক্যের বিষয়ে দলগুলোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে সবার মতামত পর্যালোচনা শেষে । ওই দিন তা তুলে ধরা হতে পারে আলোচনাসভার মাধ্যমে । সব তথ্য জানিয়েছেন বিএনপির একাধিক নীতিনির্ধারক।
বিএনপি নেতারা আরও জানিয়েছেন, ৪ দশক পার হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক অধ্যায়ের । ১৯৮২ সালের ১ জানুয়ারিতে রাজনীতিতে যুক্ত হন। বিএনপি কিছু কর্মসূচি পালন করবে এই ৪০ বছর পূর্তিকে সামনে রেখে। যেখানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক সংগ্রাম ও ইতিবাচক কাজগুলো তুলে ধরা হবে।