“মালনীছড়া দেশের প্রথম চা বাগান (সিলেটে)”
মালনীছড়া চা বাগান “বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত”।১৮৪৯ সালে১৫০০ একর জায়গা জুড়ে প্রতিষ্টিত হয়। বাংলাদেশের উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান।মালনীছড়া চা বাগান সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান।
বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান কোনটি এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?
বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান সিলেট মালনীছড়া চা- বাগান। মালনীছড়া চা বাগান ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৮৫৪ সালে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। মালনীছড়া চা বাগান বাংলাদেশের সর্বপ্রথম বাণিজ্যিক চা বাগান।
বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম চা বাগান মালনীছড়া চা বাগান….
বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান রয়েছে সিলেট সদর উপজেলায়। এই চা বাগানের নাম, মালনীছড়া চা বাগান।এটি সিলেটের সবচেয়ে সুন্দর চা বাগান ও দর্শনীয় স্থান।
সারা বিশ্বজুড়ে সিলেটের চা বাগানের অনেক খ্যাতি রয়েছে। বাংলাদেশের মোট ১৬৩টি চা বাগান রয়েছে। এদের মধ্যে বৃহত্তর সিলেটে রয়েছে ১৩৫টি । অর্থাৎ দেশের মোট চায়ের ৯০ শতাংশই উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুঁড়ির দেশ এবং সুন্দরতম দেশ।
আর বৃহত্তর সিলেটের মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় বেশ কয়েকটি চা বাগান রয়েছে। এর মধ্যে মালনীছড়া চা বাগান উল্লেখযোগ্য। এছাড়াও অন্যান্য চা বাগানগুলোও বেশ জনপ্রিয়। এগুলো দেখেতেও পর্যটনরা আসে বিভিন্ন জায়গা থেকে।ভ্রমনবিলাসীমানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থানহলো মালনীছড়া চা বাগান। সিলেট শহরের একেবারেই অদূরে হওয়ায় চা বাগানদেখতে পর্যটকরা প্রথমেই ছুটে যান মালনীছড়ায়। মালনীছড়া চা বাগানেরপ্রবেশদ্বার বেশ কয়েকটি। আপনি চাইলে যে কোন একটি পথ দিয়েই চা বাগানদর্শনের কাজ শুরু করতে পারেন। তবে ঝামেলা এড়াতে বাগানে প্রবেশের আগেকর্তৃপক্ষের অনুমতি নেয়াই বাঞ্চনীয়। তারপর ঘুরে দেখেন বাগানের এপাশ থেকেওপাশ। দেখে আসতে পারেন বাগানের বাংলো। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশের যে কয়েকটি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট অন্যতম। সিলেটের চায়ের রং, স্বাদ সুবাস অতুলনীয়। সিলেট সদর উপজেলা রয়েছে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম সর্বপ্রথম চা বাগান। যার নাম মালনীছড়া চা বাগান। ১৮৫৪ সালে ১৫০০ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। এটি সিলেটের সবচেয়ে সুন্দর ও বৃহৎ চা বাগান।
মালনীছড়া চা-বাগানের প্রকৃতিক সৌন্দর্য…
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ।বাংলাদেশের সিলেট অঞ্চল একটি সুন্দর পর্যটক স্থান। সিলেটকে বলা হয়ে থাকে দুটি পাতা একটি কুঁড়ির দেশ। মূলত বিস্তীর্ণ সবুজ মনোরম চা বাগানের জন্য এই উপাধি পেয়েছে সিলেট। এই জেলার যে দিকে চোখ যাবে সেদিকে চোখ জুড়াবে সবুজে ঘেরা চা বাগান। এ ছাড়া ছোট-বড় পাহাড়-টিলা, হাওর, নদী, বনাঞ্চল, ঝরনার অপরূপ সমারোহ নিয়ে পর্যটকদের জন্য অপেক্ষায় রয়েছে সিলেট অঞ্চল।বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত জেলা সিলেট। রাজধানী ঢাকা থেকে মাত্র ২৭৮ কিলোমিটার দূরে সিলেটের অবস্থান। সিলেট শহরে রয়েছে উপমহাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ চা বাগান মালনীছড়া চা বাগান। এ অঞ্চলে আসা পর্যটকদের মন জুড়ায় প্রকৃতিক সৌন্দর্যের উপরে।