মিছে ভুতের গল্প

মিছে ভুতের গল্প

খাদিজা  আর আইরিন

ওরা দুই বোন ।আইরিন বড় আর খাদিজা  ছোট। আইরিন  যেমন চোনচোল তেমনি দুষ্টু  আর ভোজন বীলাসি। আর খাদিজা  এক দমি চুপচাপ  কম কথা বলা আর  একা থাকতে পছন্দ করে। আইরিন ক6এ পরে আর খাদিজা পরে 4 এ।একদিন বীকেলে খালা সেষে বাসায় ফিরে  আইরিন বলল মা ভাত খাবো মা বলল আজানের আগেই  খা খেয়ে খাদিজাকে নিয়ে পরতেবস।

আইরিন  ভাত খেলো মাগরিবের আজান হল। দুবোন পরতে বসল। গ্রামে তখন পল্লি বিদ্দুত এই কারেন আছে ত এই আবার নেই। তখন সবার  ঘড়ে  হারিকেন  থাকতো  কারেন চলেগেলেই  জালাত । আইরিন আবার পরতে বসার আগেই  মাকে বলত হারিকেন জালিয়েদাও মা যদি কারেন চলে যায়। ঐদিন সন্দায়  পরতে বসার পর মা পাশের

বাসার আন্টি দের বাসায় গেল  । মা যাওয়ার কিছু খোন পরেই  কারেন চলেগেল।এখন হারিকেন  পাশেনিয়ে শক্ত করে হারিকেন দরে যোরে চিৎকার  করে ডাকতে লাগলো মা মা ও মা….। হা হা হা ছোট বোন খাদিজা  বুজতে পারলো আইরিন  ভয় পাচ্ছে…। খাদিজা  ভাবলো ওকে অরো একটু ভয় দেখাই…।

এই ভেবে খাদিজা  ওর চোখ গুলো বড় বড় করে আইরিনের দিকে তাকিয়ে  হাসতে লাগলো হা হা হা….।আইরিনত আরো জোরে  চিৎকার  করলো মা দৌড়ে আসলো। বলল কিহয়েছে কি হয়েছে  আইরিন  বলল মা ওরে ভুতে দরছে। মা বলল কে বলছে আইরিন  বলল ও এতো বড় বড় করে আমার দিকে তাকাই হাসতাছিল….। মা বলল আরে বোকা ও তকে ভয় দেখতে  এমন করছে…. পাশ থেকে খাদিজা  খিল খিল করে হেসে উটল….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *