মুড সুইং
মেয়েটা প্রথমেই বলছিলো, ঘনঘন মুড সুইং হয় তার। অসহায় ভঙ্গিতে মাথা নিচু করে আরও বললো, তার মুড সুইং এ বিরক্ত হয়ে কাছের সব বন্ধুরা দূরে সরে গেছে।
আমি মেয়েটাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের কথাবার্তা চলতে থাকলো বেশ কিছু ক্ষন । কথা বলার একটা পর্যায়ে দেখলাম, মেয়েটা হঠাৎ আমার সাথে রুড হয়ে যাচ্ছে । আমার নরমাল কথায় ওভার রিঅ্যাক্ট করে ফেলে।
আমি জিজ্ঞেস করলাম,আমার সাথে এভাবে কথা বলছো কেনো ?
মেয়েটা বললো তো কিভাবে কথা বলবো হ্যাঁ? আমি কি তোমার সাথে লুতুপুতু ভঙ্গিতে কথা বলবো বলো? জবাব দিলো মেয়েটা আমার খুব রাগ উঠলো হলো হবে। কিচ্ছু না বলে চলে আসলাম।
মেয়েটা দুই ঘন্টা পর আমাকে মেসেজ দিয়ে সরি বলে। ক্ষমা চাইলো। আমি তার থার উত্তর দিলাম না। ওর বন্ধুদের মতো আমিও ওর উপর বিরক্ত হলাম।
মাঝেমধ্যে আমার আম্মাকেও দেখতাম, আমার সামান্য কিছু কথায়ই রেগে যাচ্ছে। আমার বোনটাকে দেখতাম, কিছু জানতে চাইলে ওভার রিঅ্যাক্ট করছে। পরে,বুঝতে পারলাম ওদের মুড সুইং হয়।
যে মেয়েটার মুড সুইং হয়, যে মেয়েটার উপর সবাই বিরক্ত, তার কখনো ভালো থাকা হয়না কখনই। আমি হয়তো আগে থেকে মুড সুইং বুঝলে মেয়েটাকে ছেড়ে আসতাম না। সহ্য করতাম মেয়েটার কথা, অপেক্ষা করতাম। কিন্তু আমি সেটা করতে পারিনি। করলে হয়তো আস্তে আস্তে মেয়েটার আপন হয়ে যেতো আমার।
মুড সুইং এর ব্যাপারটা আমি অনেক পরে জেনেছি। হরমোনাল ইমব্যালেন্স, মেন্সট্রুয়াল সাইকেল সহ বিভিন্ন কারণে বেশিরভাগ মেয়ে মুড সুইং হয়। হঠাৎ করেই তাদের বিহেব পাল্টে যায়। ওভার রিঅ্যাক্ট করে বসে। আমরা মেয়েটাকে সাইকো বলি। কিন্তু মেয়েটা আসলে সাইকো না। আবেগ, মায়া মমতায় ভরা একটা মানুষ সে ও আমাদের মতো।
মুড সুইং-এ ভোগা মেয়েগুলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণীর মতো। ওরা নিজের সাথে যুদ্ধ করে আপনার আমার সাথে নরমাল বিহেব করার চেষ্টা করে। কিন্তু মাঝেমধ্যে পারেনা । ওভার রিঅ্যাক্ট করে ফেলে তারা। ওরা ইচ্ছা করে এমনটা করতে চায় না। ওদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনের প্রভাবে ওরা এমন করেন। আমার মতো বেশিরভাগ ছেলে সেটা সহ্য করতে পারে না। পরে যখন ওদের এই ব্যাপারটা রিয়েলাইজ করি তখন অনেক দেরি হয়ে যায়। আমরা নিজেরা জিততে গিয়ে ওদেরকে হারিয়ে ফেলি।
যদি আপনার বোন, প্রেমিকা কিংবা পরিচিত কোনো মেয়ের মুড সুইং খেয়াল করেন তাহলে আপনি চুপচাপ থেকে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করবেন।দরকার হলে মেয়েটার কথার জবাব দিবেন না। কিছুক্ষণ পর মেয়েটা নিজেই আপনাকে সরি বলবে, ক্ষমা চাইবে আপনার কাছে। আপনার তখন মনে হবে মেয়েটা আসলেই সাইকো না। লক্ষ্মী একটা মেয়ে সে। ভালোবাসুন কাছেই থাকুন এক সাথে🖤