ম্যাংগো সাবুদানা ডেজার্ট রেসিপি
সাবুদানা কে আমাদের দেশে রোগীর পথ্য হিসেবে চিনিলেও অনেক জায়াগায় এটা স্বাভাবিক রান্নায় ব্যবহার হয়। যেমন মিষ্টি কোনো ডেজার্ট অথবা ঝাল কোনো খাবার থেকে শুরু করে নানা ধরনের পিঠাও বাবানো হয় সাবুদানা দিয়ে। সব কিছুতেই সাবুদানা সুন্দরভাবে ব্যবহার করা হয়।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ম্যাংগো সাবুদানার ডেজার্ট রেসিপি। এটা খুব মজাদার ও সুস্বাদু। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন ম্যাংগো সাবুদানা ডেজার্ট-
ম্যাংগো সাবুদানা ডেজার্ট তৈরি রেসিপি-
উপকরণঃ
- সাবুদানা আধা কাপ
- তিনটি মাঝারি সাইজের আম
- জেলি
- এভাপোরেটেড মিল্ক দেড় কাপ
- কনডেন্সড মিল্ক
তৈরি পদ্ধতি-
১) প্রথমে সাবুদানা পিউরি তৈরি করতে হবে। এর জন্য ব্লেন্ডিং জারে আম ও ঘন তরল দুধ চার টেবিল চামচ দিয়ে ব্লেন্ড করে নিন।
২) এরপর একটি হাড়িতে পর্যাপ্ত পানি ফুটিয়ে তাতে সাবুদানা দিয়ে দিন। সাবুদানা পানিতে দেয়ার সময় অবশ্যই নাড়তে হবে নইলে দলা পাকিয়ে যাবে।
৩) সাবুদানা সিদ্ধ হলে ভিতরে কিছুটা সাদা আর বাইরে স্বচ্ছ হয়ে আসবে। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সাবুদানা ছেকে নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে একটার সাথে আর একটা লেগে যাবে না।
৪) এরপর এগুলো ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে সার্ভ করার আগ পর্যন্ত। এতে প্রতিটা দানা টাইট থাকবে এবং স্টিকি হবে না।
৫) এবার এভাপোরেটড মিল্কের সাথে কিছুটা কনডেন্সড মিল্ক মিলিয়ে নিন। তবে বেশি মিষ্টি খেতে চাইলে এভাপোরেটেড মিল্কের পরিবর্তে কনডেন্সড মিল্ক বেশি করে নিয়ে তার মধ্যে নরমাল তরল দুধ মিলিয়ে নিতে পারেন।
৬) সার্ভ করার সময় আগে থেকে রেডি করে রাখা ম্যাংগো পিউরি একটি পাইপিং ব্যাগে ভরে নিন। একটি গ্লাসে প্রথমে দিন ম্যাংগো পিউরি। এরপর দিন সাবুদানা।
৭) এবার এর উপর জেলি বিছিয়ে দিন সমান করে। সবশেষে দিন মিক্সড এভাপোরেটড মিল্ক। অথবা নিজের পছন্দ মত সাজিয়ে নিন। ব্যাস,তৈরি হয়ে গেল ম্যাংগো সাবুদানার ডেজার্ট।