যাচাই না করেই ভ্রান্ত খবরে ছেয়ে গেল ফেসবুক: ‘ঐন্দ্রিলাকে আরেকটু থাকতে দাও’, কাতর আবেদন সব্যসাচীর বিষয়

যাচাই না করেই ভ্রান্ত খবরে ছেয়ে গেল ফেসবুক: ঐন্দ্রিলাকে আরেকটু থাকতে দাও’ , কাতর আবেদন সব্যসাচীর বিষয়

বারবার কঠিন থেকে কঠিন শারীরিক ব্যধি জয় করে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ভয়ঙ্কর কর্কট রোগকে জয় করার পর তাঁকে আক্রমণ করে স্ট্রোক, দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ও বর্তমানে তাঁর অবস্থা আবারও ফিরে এসেছে স্থিতিশীল জায়গায় । কঠোর নিয়মের মধ্যে দিয়ে তাঁকে জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছেন চিকিৎসকরা সবাই ।

কিন্তু , তাঁর শুভাকাঙ্ক্ষীদের ‘উত্তেজনাবশত’ দেওয়া ফেসবুক পোস্ট দেখে চূড়ান্ত ব্যথিত অভিনেত্রীর প্রিয়জনেরা সবাই । ভারাক্রান্ত মন নিয়ে রাত ২টোয় নেটিজেনদের কাছে কাতর আবেদন জানালেন তার বন্ধু সব্যসাচী চৌধুরী।

image

এর আগে ১৪ নভেম্বর সব্যসাচী নিজের ফেসবুক ওয়ালে লিখেছিলেন , ‘কোনওদিন এটা এখানে লিখব আমি ভাবিনি, আজ লিখলাম । ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন আপনারা ।’

সেদিন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে একথা লিখেছিলেন এই অভিনেতা । ব্রেন স্ট্রোকে আক্রান্ত হবার পর হৃদরোগ আক্রমণ করেছিল ক্যান্সারজয়ী এই অভিনেত্রী কে । তারপর থেকে গত ২ দিন ধরে তাঁর শারীরিক অবস্থা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন হাজার হাজার মানুষের মন ।

এই উদ্বেগকেই কাজে লাগিয়ে নিজেদের ফেসবুক প্রোফাইলের ‘রিচ’ বাড়ানোর খেলায় মেতে উঠেছে একদল সোশ্যাল মিডিয়া ‘রটনাকারী’ ব্যক্তি। ফেসবুক জুড়ে তাঁরা ছড়িয়ে দিলেন অভিনেত্রীর সম্পর্কে চূড়ান্ত আশঙ্কার খবর ও।

oindrila1

এতও ভুয়ো খবরে শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার বন্ধু সব্যসাচী চৌধুরীর। রাত ২ টোয় তিনি লেখেন , ‘আর একটু থাকতে দাও ওকে তোমরা … এ সব লেখার অনেক সময় পাবে ।’ সেই পোস্টের নিচে ভুয়ো খবরিদের তুলোধোনা করেন শুভাকাঙ্ক্ষীরা ও। তারই মধ্যে ভুল খবর সবার মাঝে ছড়িয়ে দেওয়া জন্য ক্ষমা চেয়ে নেন কমেডিয়ান স্যান্ডি সাহা। এরপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও।

তিনি লেখেন , ‘সত্যতা যাচাই করতে শিখুন আপনারা , খালি এর ওর স্ট্যাটাস দেখে স্ট্যাটাস দিলেই হল ?’ সব্যসাচী চৌধুরীর নিত্যদিনের হাসপাতালের সঙ্গী অভিনেতা সৌরভ দাস ও লিখেছেন , ‘বেঁচে আছে এখন ও। মেরে ফেলো না ওকে তোমরা । পায়ে পড়ছি তোমাদের ।’

Oindrila

বুধবার সকালে চিকিৎসকদের অধীনে থাকাকালীন সময়ই আচমকা একাধিক বার হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ‘সিপিআর’ দেওয়া হচ্ছে এখন তাঁকে। সিপিআর দেওয়ার পরেই পরিস্থিতি সামাল দিতে পেরেছেন চিকিৎসকেরা। তার পরেই কিছুটা স্থিতিশীল হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা।

যদিও সঙ্কট কাটেনি এখনো । গায়ে জ্বর ও রয়েছে তার । বাড়তি চিন্তা হচ্ছে নতুন করে দেহে বাসা বাঁধা সংক্রমণ নিয়ে। এই মারাত্মক পরিস্থিতিতে তাঁর মঙ্গলকামনার সাথে সাথে মারাত্মক দুশ্চিন্তার বশবর্তী হয়ে ভুল কাজ ও করে ফেলছেন একাধিক সোশ্যাল মিডিয়া আসক্ত নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *