রোনালদো ইউনাইটেডের সিস্টেমে মানিয়ে নিতে পারবে: টেন হাগ

রোনালদো ইউনাইটেডের সিস্টেমে মানিয়ে নিতে পারবে

এরিক টেন হাগের সবসময় চাপ ধরে রেখে খেলার কৌশলের সঙ্গে ৩৭ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো কতটা কার্যকর হবেন-প্রশ্নটি ডাচ কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে দায়িত্ব নেওয়ার আগে থেকেই উঠতে শুরু করে। সবশেষ লিভারপুলের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ তারকার জায়গা বেঞ্চে হওয়ার পর পুরনো ওই বিষয় নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। টেন হাগ অবশ্য আগের মতোই বললেন, এখনও তার কৌশলে রোনালদোর মানিয়ে নেওয়ার জোর সম্ভাবনা আছে।

২০১৭ সালের পর কোনো শিরোপার স্বাদ না পাওয়া ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর আশায় গত মৌসুমের শুরুতে রোনালদোকে দলে টানে। সে স্বপ্ন যদিও অধরাই রয়ে যায়। ইউনাইটেডে প্রথম অধ্যায়ের পর রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসে ও অনেক সাফল্য পাওয়া এই মহাতারকা ব্যক্তিগত নৈপুণ্যে অবশ্য গত মৌসুমেও সফল ছিলেন এই ব্যক্তি , তবে দলগতভাবে ব্যর্থ হয় তার দল এইটা ।

কোনো শিরোপা জেতা তো দূরের কথা, ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগও খেলতে পারবে না তারা। হতাশাময় সেই অধ্যায় শেষে নতুন মৌসুমের শুরুতে লিগের প্রথম দুই ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। রোনালদোসহ কারো শরীরী ভাষায় ছিল না জয়ের ক্ষুধা। ফলাফল- ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-১ গোলে হারের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে উড়ে যায় তারা।

অমন হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হয় প্রবল সমালোচনা। পারিবারিক কারণে প্রাক-মৌসুমের অধিকাংশ সময় দলের বাইরে থাকায় যথেষ্ঠ অনুশীলনের সুযোগ হয়নি রোনালদোর। যার প্রভাব পড়ে তার ফিটনেসে । এই কারণেই লিভারপুল ম্যাচে তাকে বাইরে রাখার পক্ষে মত দিয়েছিলেন দলটির সাবেক তারকা ফরোয়ার্ড ওয়েইন রুনি আরো অনেকেই।

কোচও হাঁটেন সেই পথে; পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকাকে শুরুর একাদশের বাইরে রাখেন তিনি। তরুণদের নিয়ে গড়া আক্রমণভাগে সাফল্যও মেলে। প্রতিপক্ষের চেয়ে শক্তি-সামর্থ্যে পিছিয়ে থেকেও আক্রমণাত্মক ফুটবলে শিরোপা প্রত্যাশী লিভারপুলকে হারিয়ে দেয় ২-১ গোলে।

প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে গোলের দেখা পান ২২ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জেডন স্যানচো ও ২৪ বছর বয়সী আরেক ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। তাদের পাশে ২০ বছর বয়সী সুইডিশ উইঙ্গার অন্থনি এলাঙ্গাও ছিলেন প্রতিপক্ষের সীমানায় ভীতিকর।

রোনালদো ইউনাইটেডের সিস্টেমে মানিয়ে নিতে পারবে: টেন হাগ

ম্যাচের ৮৬তম মিনিটে র‌্যাশফোর্ডকে তুলে রোনালদোকে নামান কোচ। সংক্ষিপ্ত ওই সময়ে তেমন কিছু করতে পারেননি তিনি।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই উঠল পুরনো ওই প্রশ্ন-কোচের ধরনে কি জায়গা হবে আগামী ফেব্রুয়ারিতে ৩৮ বছর পূর্ণ করতে যাওয়া রোনালদোর কাহিনী ? উত্তরে টেন হাগ বললেন যে আমার মনে হয় , সে পারবে সমবত।

সে তার পুরো ক্যারিয়ারে অনেক ম্যানেজারের কোচিংয়ে অনেক ধরন ও সিস্টেমের ফুটবলে খেলেছে এত দিন যাবত । সে সবসময় পারফর্মও করেছে আমরা জানি। তাহলে এবার কেন পারবে না? আমার কাছে, তার বয়স কোনো ইস্যু নয়। খেলোয়াড় তরুণ হলে তো ভালো, আর একজন খেলোয়াড় বয়স্ক হওয়ার পরও যদি সে ভালো পারফর্ম করে, তাহলেও সে যথেষ্ট ভালো।”

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ধরাশায়ী হওয়া ম্যাচের দল থেকে কেবল রোনালদো নন, অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার, ডিফেন্ডার লুক শ ও মিডফিল্ডার ফ্রেদকেও বাইরে রেখে শুরুর একাদশ সাজান কোচ। পরিবর্তনগুলো গেম-প্ল্যানের অংশ ছিল বলেও জানালেন টেন হাগ।

আমাদের একটা স্কোয়াড ও একটা খেলার ধরন আছে আমাদের পাশাপাশি একটা গেম প্ল্যানও আছে এবং কোন ম্যাচের জন্য কোনটা সেরা সেটা আমরা খুঁজে দেখি আর আজ আমরা এটাই করেছি দেখি কি হয় । ।

আমরা প্রতি ম্যাচেই তাই করে থাকি। আজ আমরা এই খেলোয়াড়দের দলে রেখেছি, শনিবার (সাউথ্যাম্পটনের বিপক্ষে) অন্যরকম হতে পারে।

লিগে পরের ম্যচে আগামী ২৭ অগাস্ট পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা সাউথ্যাম্পটনের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড দেখবে । ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *