শীতে ত্বকের যত্নে মসুর ডাল এর ফেসপ্যাক

শীতে ত্বকের যত্নে মসুর ডাল এর ফেসপ্যাক

ত্বকের যত্নে যুগ-যুগ ধরে  রূপচর্চা জন্য ব্যবহার হয়ে আসছে মসুর ডাল।ত্বকে জমে থাকা ময়লা ও বলিরেখা দূর করতে মসুর ডাল দুর্দান্ত কার্যকরী। একইসঙ্গে এটি ব্যবহারে ত্বক হয় আরও ফর্সা ও কোমল।শুষ্ক ত্বকের ক্ষেত্রেও মসুর ডাল খুবই উপকারী। ঘরে বসে মসুরের ডাল দিয়ে ফেসপ্যাক তৈরি করে ফেলুন-

মসুর ডাল ও দুধ ফেসপ্যাক-

দুধের সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করলে শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় থাকে। ফলে ত্বকের বিভিন্ন সমস্যার প্রকোপ কমে। মসুরের ডালের ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয় আরো ফর্সা ও কোমল। এই ফেসপ্যাক ব্যবহারের ফলে ত্বক থেকে ময়লা দূর হয়ে যায়।

image

মসুর ডাল ও মধু ফেসপ্যাক-

প্রথমে মসুরের ডালের পাউডারের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে নিয়ে নিয়মিত মুখে লাগালে ধীরে ধীরে বলি রেখা কমার পাশাপাশি শুষ্কতাও কমে যাবে। এক্ষেত্রে প্রথমে ১ চা চামচ মসুর ডাল পাউডারের সঙ্গে ১ চা চামচ মধু মেশাতে হবে। এরপর ভাল করে দুটি উপাদান মিশিয়ে নিয়ে মিশ্রনটি মুখে লাগাতে হবে। ১৫ মিনিট  পেস্টটি মুখে ঘষার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

3

মসুর ডাল- বেসন দই ফেসপ্যাক-

ত্বকের সৌন্দর্য বাড়াতে বেসন এবং দইয়ের মিশ্রণে সাতে অল্প করে মসুরের ডাল মিশিয়ে নিন। এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ত্বকে লাগান। প্রথমে ১ চা চামচ মসুর ডাল পাউডারের সঙ্গে সম পরিমাণ বেসন এবং দই মেশাতে হবে। সঙ্গে যোগ করতে পারেন অল্প করে হলুদও। এবার সবকটি উপাদান ভাল করে মিশিয়ে মুখে লাগাতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর মুখ ধুয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *