সংখ্যা পদ্ধতি/তত্ত্ব (Number Teory)
Digit (অংক) : ( গনিতে 0 থেকে শুরু করে 10 টি অং আছে।
Number (সংখ্যা) :এক বা একাধিক অংক মিলে সংখ্যা তৈরী হয়। 0 থেকে 9 পর্যন্ত এই 10 টি অংক দ্বারা বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারেন যেমন :
- এক অংক বিশিষ্ট সংখ্যা → 0,1……
- দুই অংক বিশিষ্ট সংখ্যা → 10,11……
- কিন্তু 01 হলো এক অংক বিশিষ্ট সংখ্যা।
বৃহত্তম সংখ্যা/Greatest/Largest Number :
আপনি জানেন যে, 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অংকের মাঝে সবচেয়ে বড় অংক হলো 9। তাই যদি বলা হয় তিন অংক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত ?
আপনার উত্তর হবে 999। কেননা, এখানে যেহেতু কোন অংক উল্লেখ নেই, তাই আপনি বড় অংকটি অথ্যাৎ 9 নিবেন।
ধরুন আপনাকে সুনির্দিষ্ট অংক দেওয়া থাকলে অথ্যাৎ বলা হলো 0,1,2,4 গঠিত চার অংক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা লিখুন। তখন- 0,1,2,4
এর মাঝে সবচেয়ে বড় অংক → 4
এর পরে ” ” → 2
এর পরে ” ” → 1
এবং সর্বশেষ ” ” → 1
তাই 0,1,2,4 দ্বারা গঠিত চার অংক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা= 4210
ক্ষুদ্রতম সংখ্যা/Smallest/Lowest Number :
0 থেকে 9 পর্যন্ত অংকগুলো মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম অংক হলো 1। যেহেতু কোন সংখ্যার একেবারে বামে যদি 0 বসে তবে ঐ শূন্যের কোন দাম নেই।
যেমন- 01 মানে কিন্তু 1 । তাই যখনই কোন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হবে তখন প্রথম অংকটি হবে 1 এবং এর পরের অংকগুলো হবে 0। তাই তিন অংক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 100।
এবার যদি সুনির্দিষ্ট অংক 4,5,3,1 এই চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হবে ( অর্থ্যাৎ ছোট থেকে বড় ক্রমান্বয়ে লিখতে হবে) 1,3,4,5
(if 4,3,7,0→3047)
বিয়োগফল নির্ণয়ঃ
চার অংকের বৃহত্তম সংখ্যা 4210
চার অংকের ক্ষুদ্রত্তম সংখ্যা 1345
বিয়োগফলঃ 2865
ব্যাস্তনুপাতিক/ Reciprocal :

আপাদের যদি উপকার হয়ে থাকে আমার তথ্য টির জন্য তাহলে আমার এই পোষ্ট টি ফেসবুক বা গুরুফে শেয়ার করে আরো মানুষকে শিখার সুযোগ করে দিন। আর কোনে মন্তব্য থাকলে কমেন্স করুন।
প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে আমাদের ওয়েব সাইট বা ফেসবুক এর সাথে থাকুন। ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন। পরবর্তী আপডেট পেতে একটু অপেক্ষা করুন……