সংসার মানেই ফিল্মি ভালোবাসা হতেও না পারে। এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বুঝে। সে স্বপ্নে কিংবা কল্পনায় শাখরূখ খানের মতো যে রোমান্স দেখতো তা ধীরে ধীরে বুঝতে পারে ওটা কেবলই একটা ফেরি টেল গল্প এর জীবন ।
অনেক পুরুষই তার বউকে ততোটা সময় দেয় না যতটা একজন মেয়ে চায়। সব মেয়েরা এটা এটজাস্ট করে নেয় কিন্তু ঝামেলা বাঁধে কিছু মেয়ের ক্ষেত্রে, যে মেয়েগুলো বইয়ের তাকে ভালোবাসা লুকিয়ে রেখেছিল তাদের নিয়ে, যে মেয়েগুলো বৃষ্টি এলেই ভিজতে উঠোন পেরোতো, যে মেয়েগুলো এক মুঠো লাল কাঁচের চুড়ি কিংবা কয়টা বেলি ফুলের মালায় খুশি হয়,এক সাথে বসে কাদে মাথা রেখে একটু গল্প করার মধ্যে যে খুশিটা পায় তার মাঝে ।
এ ধরণের মেয়েগুলো যখন বউ হয়ে আসে তখন সে ভিতরে ভিতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে। তার বেলকোনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস। তার কল্পনার রাজ্য জুড়ে থাকে রূপকথার ঘুম সেই ঘর। আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা যুদ্ধ ক্ষেত্র এখানে কোনো রূপকথা লুকানো নেই শুধুই দায়িত্বের বোঝা।এখানে কোনো ছোট ছোট ভালোলাগার দাম নেই কেবলই বিষাদ বিকেল, বিশাল দায়িত্বর বেরা জাল মাত্র।
সেই মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন ও কল্পনার জগত কে মাটি চাপা দিয়ে দেয়। রোজ -বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ হতে আনতে গিয়ে বিষন্ন হয় শুধু মাত্র । একটা নাটক দেখে ইমোশনাল হয়ে গিয়ে কান্না করে লুকিয়ে রাখে চোখের পানি। এখনও তার ভিতরে একটা বাচ্চা বাস করে কিন্তু সে বাচ্চাটাকে সে আর বাস্তবে আনে পারে না।
নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে, বিষন্ন চোখে কেবল আকাশ দেখে সেই মেয়ে গুলো 🙂। তাদেরই ভালোবাসার কমতিতে মুড সুয়িং হয় মাঝে মাঝে ।
সংসার জিনিস তো এক কঠিন বাস্তবতার নাম। যেখানে থাকে সুখ,দুক্ষ,হাসি,কান্না মিলে একসাথে থাকার নাম।সবসময় সকল পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা।
#🙂🙃জিবন বড়ই অদ্ভুত